টফি’তে দেখুন বিনা মূল্যে নারী টি-২০ বিশ্বকাপ
ক.বি.ডেস্ক: দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে বাংলার বাঘিনীরা। ইতোমধ্যে দেশের ক্রিকেট ভক্তদের হৃদয়ে জায়গা করে নিয়েছে নারী ক্রিকেটাররা। সারা দেশের ক্রিকেটপ্রেমীরা মালয়েশিয়ায় হতে যাওয়া আসন্ন আইসিসি অনূর্ধ্ব-১৯ নারী টি-২০ বিশ্বকাপের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। এই বিশ্বকাপের টান টান উত্তেজনাময় একটি মুহূর্তও যেন ভক্তরা মিস না করে, সেজন্য দেশের জনপ্রিয় ডিজিটাল এন্টারটেইনমেন্ট প্ল্যাটফর্ম টফি বিনা মূল্যে আইসিসি অনূর্ধ্ব-১৯ নারী টি-২০ বিশ্বকাপ সম্প্রচার (স্ট্রিমিং) করবে।
আজ ১৮ জানুয়ারি (শনিবার ) থেকে শুরু হওয়া এই টুর্নামেন্টটি আগামী ২ ফেব্রুয়ারী পর্যন্ত চলবে। সকল ম্যাচ টফিতে (এক্সক্লুসিভলি) সম্প্রচারিত হবে। এই বিশ্বকাপ ভবিষ্যতের তারকা ক্রিকেটারদের অনবদ্য পারফরম্যান্স দেখার সুবর্ণ সুযোগ নিয়ে এসেছে। দেশবাসীর জন্য সকল ম্যাচ বিনা মূল্যে স্ট্রিমিং করবে টফি।
বাংলাদেশের নারী ক্রিকেটের জনপ্রিয়তা দ্রুত বৃদ্ধি পাচ্ছে। সিনিয়র দলের ঝুঁলিতে ইতোমধ্যেই অনেক সাফল্য যুক্ত হয়েছে। এবার আগামী দিনের চ্যাম্পিয়নদের (অনূর্ধ্ব-১৯ দল) আন্তর্জাতিক পর্যায়ে সুনাম অর্জন করার পালা। বাংলাদেশের বাঘিনীরা এগিয়ে যাচ্ছে; তাদের এই অগ্রযাত্রায় সহযোগী হয়ে আইসিসি অনূর্ধ্ব ১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ সরাসরি সম্প্রচার করবে টফি। ক্রিকেট ফ্যানরা টফিতে বিনা মূল্যে ম্যাচ দেখতে পারবেন।