সাম্প্রতিক সংবাদ

জেন বাংলাদেশ এর সঙ্গে ব্র্যাক ব্যাংকের কৌশলগত চুক্তি

ক.বি.ডেস্ক: গ্লোবাল এন্টারপ্রেনারশিপ নেটওয়ার্ক (জেন) বাংলাদেশ ব্র্যাক ব্যাংকের সঙ্গে একটি যুগান্তকারী সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে, যার লক্ষ্য হলো সহযোগিতামূলক উদ্যোগের মাধ্যমে বাংলাদেশের স্টার্টআপ এবং উদ্ভাবনী ক্ষেত্রকে শক্তিশালী করা। এই সমঝোতা স্মারক বাংলাদেশের উদ্যোক্তা প্রতিভা লালন এবং দেশকে বৈশ্বিক পর্যায়ে উদ্ভাবন ও অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধির একটি শীর্ষস্থানীয় কেন্দ্র হিসেবে স্থান দেয়ার জন্য একটি যৌথ প্রতিশ্রুতির প্রতিনিধিত্ব করে।

আজ সোমবার (১৯ মে) ঢাকায় ব্র্যাক ব্যাংকের প্রধান কার্যালয়ে এই সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠিত হয়। সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন ব্র্যাক ব্যাংকের এসএমই বিভাগের প্রধান এবং এএমডি সৈয়দ আব্দুল মোমেন এবং জেন বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক কে এম হাসান রিপন। এ সময় উপস্থিত ছিলেন জেন বাংলাদেশের কোষাধ্যক্ষ ড. মোহাম্মদ নূরুজ্জামান, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উদ্ভাবন ও উদ্যোক্তা বিভাগের প্রধান মো. কামরুজ্জামান।

এই কৌশলগত অংশীদারিত্বের লক্ষ্য হল তহবিল, ইকোসিস্টেম উন্নয়ন এবং সক্ষমতা বৃদ্ধির উদ্যোগের মাধ্যমে স্টার্টআপ এবং অর্থায়নের মধ্যে ব্যবধান কমিয়ে আনা। জেন বাংলাদেশ এবং ব্র্যাক ব্যাংক উভয়ই গ্লোবাল এন্টারপ্রেনারশিপ উইক, এন্টারপ্রেনারশিপ ওয়ার্ল্ড কাপ এবং স্টার্টআপ হাডল সহ জাতীয় এবং আন্তর্জাতিক প্ল্যাটফর্মগুলোতে সহযোগিতা করবে।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *