মোবাইল স্মার্টফোন

‘জেনন’ সিরিজের নতুন স্মার্টফোন নিয়ে এলো ওয়ালটন

ক.বি.ডেস্ক: ওয়ালটন দেশের স্মার্টফোন বাজারে ‘জেনন’ সিরিজের নতুন স্মার্টফোন ‘জেনন এক্স ৯১’ বাজারে নিয়ে এলো। দৃষ্টিনন্দন ডিজাইনে তৈরি ৬৪ মেগাপিক্সেল সনি আইএমএক্স ৬৮২ প্রাইমারি ক্যামেরার ফোনটিতে রয়েছে ৬ ন্যানোমিটারের হেলিও-জি ১০০ প্রসেসর। গ্রাফাইট গ্রে রংয়ের ফোনটির মূল্য ৩০ হাজার ৯৯৯ টাকা।

জেনন এক্স ৯১
ফোনটিতে রয়েছে ১২০ হার্টজ রিফ্রেশ রেটের ৬.৭ ইঞ্চি ফুল এইচডি প্লাস থ্রি-ডি কারভড অ্যামোলেড ডিসপ্লে। ফোনটির টাচ স্যাম্পলিং রেট ৩৬০ হার্টজ। সেলফির জন্য রয়েছে ৩২ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। অ্যান্ড্রয়েড ১৪ অপারেটিং সিস্টেমে পরিচালিত এই ফোনে ২৪ জিবি র‍্যাপিড মেমোরি ব্যবহৃত হয়েছে। অ্যান্ড্রয়েড ১৫ অপারেটিং সিস্টেম পর্যন্ত সুবিধা পাওয়া যাবে ডিভাইসটিতে।

ফোনটিতে ২৫৬ জিবি পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ সুবিধা পাবেন। গ্রাফিক্স হিসেবে আছে মালি-জি৫৭ এমসি২। চ্যাটজিপিটি, জেমিনি এআাই, কো-পাইলট ও ডিপসিক এর মতো এআই অ্যাপগুলো প্রি- লোড হিসেবে রয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য রয়েছে পাঁচ হাজার এমএএইচ হাই-ক্যাপাসিটি লি-পলিমার ব্যাটারি। সঙ্গে ৩৩ ওয়াট টাইপ-সি ফাস্ট চার্জিং ।

এ ছাড়াও অন্যান্য ফিচারের মধ্যে রয়েছে নাইট লাইট, ইন-ডিসপ্লে ফিংগার প্রিন্ট স্ক্যানার, ফেস আনলক, থিম স্টোর ও বাইপাস চার্জিং ফিচার। এই স্মার্টফোনে ৩০ দিনের বিশেষ রিপ্লেসমেন্ট সুবিধাসহ এক বছরের বিক্রয়োত্তর সেবা পাচ্ছেন গ্রাহক।

দেশের সব ওয়ালটন প্লাজা, পরিবেশক শোরুমে নতুন মডেলের এই স্মার্টফোন পাওয়া যাচ্ছে। পাশাপাশি ওয়ালটনের অনলাইন সেলস প্লাটফর্ম ওয়ালটন প্লাজা এবং ওয়ালটন ডিজিটেক’র ওয়েবসাইটে পাওয়া যাবে।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *