উদ্যোগ

জুলাই বিপ্লবের শহীদ পরিবারের পাশে দাঁড়ালো স্মার্ট ফাউন্ডেশন

ক.বি.ডেস্ক: ঢাকাস্থ লক্ষীপুর রামগঞ্জ উপজেলা ছাত্র-ছাত্রী কল্যান পরিষদের উদ্যোগে এবং স্মার্ট ফাউন্ডেশনের সহযোগিতায় অনুষ্ঠিত হলো ‘বিপ্লবে সংকটে উদ্দীপ্ত তারুণ্য’ শীর্ষক বিশেষ অনুষ্ঠান। আয়োজনে মূল লক্ষ ছিলো ২০২৪ সালে জুলাই বিপ্লবের শহীদ পরিবারদের সম্মাননা প্রদান। অনুষ্ঠানে রামগঞ্জের ৬টি শহীদ পরিবারের প্রত্যেককে সম্মাননা জানানোর পাশাপাশি ৫০,০০০ টাকা করে নগদ অর্থ উপহার হিসেবে প্রদান করেছে স্মার্ট ফাউন্ডেশন।

গতকাল শনিবার (১৫ ফেব্রুয়ারি) লক্ষীপুরের রামগঞ্জ উপজেলার জিয়া অডিটোরিয়ামে অনুষ্ঠিত ‘বিপ্লবে সংকটে উদ্দীপ্ত তারুণ্য’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক এবং সেবামূলক প্রতিষ্ঠান স্মার্ট ফাউন্ডেশনের মহাসচিব মোহাম্মদ জহিরুল ইসলাম।

মোহাম্মদ জহিরুল ইসলাম বলেন, জুলাই বিপ্লবে যারা শহীদ হয়েছেন তাদের ঋণ আমরা কোন দিনও শোধ করতে পারবো না। তবুও, রামগঞ্জের শহীদ পরিবারগণের দায়িত্ব আজ থেকে আমাদের পুরো রামগঞ্জবাসীর। আমরা সকল রামগঞ্জবাসী আপনাদের সবার আপনজন হিসেবে আপনাদের যেকোন প্রয়োজনে পাশে থাকবো।

জুলাই শহীদ পরিবারের সম্মাননার পাশাপাশি অনুষ্ঠানে ২০২৪ এর ভয়াবহ বন্যা চলাকালীন সময়ে মানুষের পাশে দাঁড়ানো স্বেচ্ছাসেবক সংগঠনগুলোকে ক্রেস্ট প্রদান করা হয় এবং সকল স্বেচ্ছাসেবীকে স্বীকৃতি প্রদান স্বরূপ সার্টিফিকেট প্রদান করা হয়।

রামগঞ্জ উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে একটি ট্যালেন্ট হান্ট প্রতিযোগিতার মাধ্যমে প্রায় ৫ শতাধিক শিক্ষার্থীকে এই অনুষ্ঠানের অতিথি হিসেবে আমন্ত্রন জানানো হয় এবং তাদের মধ্য থেকে ২০ জনকে বৃত্তি প্রদান করে স্মার্ট ফাউন্ডেশন।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *