মোবাইল স্মার্টফোন

‘জি৯ ফাইভজি’ মডেলের নতুন স্মার্টফোন উন্মোচন করল ইউমিডিজি

ক.বি.ডেস্ক: স্মার্টফোন ব্র্যান্ড ইউমিডিজি আসন্ন ঈদ-উল-ফিতরকে সামনে রেখে বাংলাদেশের বাজারে উন্মোচন করল নতুন স্মার্টফোন ‘জি৯ ফাইভজি’। ফাইভজি সমর্থিত অ্যান্ডয়েড ১৪ অপারেটিং সিস্টেম সমৃদ্ধ নতুন এই ডিভাইসটিতে রয়েছে ৬.৭৫ ইঞ্চি ডিসপ্লে, ৭.৯ মিলিমিটার স্লিম ডিজাইন, ২০ ওয়ার্ট গ্যান ফাস্টচার্জিং সুবিধা সম্পন্ন ৫০০০ মিলি-অ্যাম্পিয়ার ব্যাটারি। স্মার্টফোনটির মূল্য ১৪ হাজার ৯৯০ টাকা। এখন থেকে স্মার্টফোনটি দেশের সব মোবাইল আউটলেটে পাওয়া যাবে।

ইউমিডিজি ‘জি৯ ফাইভজি’ মডেলের নতুন এই স্মার্টফোনে রয়েছে ১২ জিবি র‍্যাম (৬ জিবি ভার্চুয়াল র‍্যাম সহ) ও ১২৮ জিবি স্টোরেজ। স্মার্টফোনটিতে আরও আছে ২ মেগাপিক্সেল ম্যাক্রো ও ২ মেগাপিক্সেল ডেপথ ক্যামেরা সহ ৫০ মেগাপিক্সেলের মেইন ক্যামেরা ও ৮ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা।

ইউমিডিজির ব্যবস্থাপনা পরিচালক ঝোউ বলেন, “স্মার্টফোন ডিজাইনে আমরা মূল্য ও ফিচারে বিশেষ গুরুত্ব দিয়েছি, যা মধ্যম বাজেটের গ্রাহকের চাহিদা ও প্রত্যাশা পূরণ করবে বলে আশা করছি। ঈদ-উল-ফিতরের আগেই মডেলটি গ্রাহকের হাতে পৌঁছে দিতে পারায়, মডেলটি অনেকের ঈদ উপহারের অংশ হতে পারবে। ইউমিডিজি’র মূল লক্ষ্য হচ্ছে গ্রাহকদের জন্য বাজেটবান্ধব মূল্যে অত্যাধুনিক প্রযুক্তির স্মার্টফোন সরবরাহ করা।”

স্মার্টফোন ব্র্যান্ড ইউমিডিজি জি৯সি, জি৯টি এবং জি৯এ মডেলের স্মার্টফোন দেশের বাজারে খুব শীঘ্রই উন্মোচন করছে।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *