উদ্যোগ

জাইকার ‘মাই বাংলাদেশ মাই ডেভেলপমেন্ট’ আলোকচিত্র প্রতিযোগিতা

ক.বি.ডেস্ক: বাংলাদেশের উন্নয়নের ধারনাকে প্রতিফলিত করতে জাতীয় পর্যায়ের আলোকচিত্র প্রতিযোগিতা ‘মাই বাংলাদেশ মাই ডেভেলপমেন্ট’ আয়োজন করছে জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) বাংলাদেশ। প্রতিযোগিতাটি চলবে ২০ জানুয়ারি পর্যন্ত। অংশগ্রহণকারীদের স্মার্টফোন বা পেশাদার ক্যামেরায় তোলা একটি মৌলিক আলোকচিত্র জমা দিতে হবে। এর লক্ষ্য হল দেশজুড়ে প্রতিদিন মানুষ যে অগ্রগতি ও উন্নয়নের গল্প প্রত্যক্ষ করছে, সেগুলোকে আলোকচিত্রের মাধ্যমে তুলে ধরা এবং সে সব গল্পের প্রতি সবার দৃষ্টি আকর্ষণ করা।

‘মাই বাংলাদেশ মাই ডেভেলপমেন্ট’ শীর্ষক এই প্রতিযোগিতায় দেশের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও আলোকচিত্রপ্রেমীরা অংশগ্রহণ করতে পারবে। ছবিটি অংশগ্রহণকারীর নিজস্ব ফেসবুক প্রোফাইল থেকে শেয়ার করতে হবে এবং এর সঙ্গে ‘মাই বাংলাদেশ মাই ডেভলপমেন্ট’ ও ‘জাইকা বাংলাদেশ’ হ্যাশট্যাগ যুক্ত করতে হবে। নির্ধারিত গুগল ফর্মের মাধ্যমে ছবিটি জমা দেয়ার পাশাপাশি একটি সংক্ষিপ্ত বর্ণনা দিতে হবে। ডাউনলোড করা, অন্যের থেকে নেয়া বা কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ব্যবহার করে তৈরি কোনও ছবি বা কনটেন্ট গ্রহণযোগ্য হবে না।

জাইকা বাংলাদেশের মনোনীত একটি বিচারক প্যানেল জমা পড়া আলোকচিত্রগুলো মূল্যায়ন করবেন। মূলত কয়েকটি বিষয়ের ওপর ভিত্তি করে বিজয়ী নির্বাচন করা হবে, যেমন: বিষয়বস্তুর সঙ্গে মিল, কাজের কারিগরি মান, এডিটিং, মৌলিকতা, গল্প বলার ধরন, সৃজনশীলতা এবং সার্বিক গঠন। এ ছাড়া, ফেসবুক পোস্টটি কত মানুষের কাছে পৌঁছেছে (রিচ), সেটিও সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে বিবেচনা করা হবে।

প্রাথমিকভাবে নির্বাচিত আলোকচিত্রগুলো জাইকা বাংলাদেশের উদ্যোগে ডিজিটাল প্রদর্শনীতে প্রদর্শিত হবে। এর মধ্য থেকে সেরা চারটি ছবির জন্য নগদ পুরস্কার প্রদান করা হবে। নির্বাচিত কিছু ছবি আলোকচিত্রীর যথাযথ স্বীকৃতি দিয়ে জাইকার ওয়েবসাইট, সামাজিক যোগাযোগমাধ্যম ও বিশ্বের বিভিন্ন প্রচারণা মাধ্যমে প্রকাশ করা হতে পারে। এই প্রতিযোগিতার মাধ্যমে জাইকা বাংলাদেশের উন্নয়নের গল্পগুলো বাংলাদেশি জনগণের দৃষ্টিতে নথিভুক্ত করার পাশাপাশি বিশ্বদরবারে তুলে ধরতে চায়।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *