জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হলো ‘স্মার্ট ক্রিক ফেস্ট ২০২৬’
ক.বি.ডেস্ক: প্রযুক্তি পেশাজীবীদের অংশগ্রহণে দুই দিনব্যাপী (২-৩ জানুয়ারি) পূর্বাচলের ক্রিকেটার্স একাডেমিতে জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হলো ‘স্মার্ট ক্রিক ফেস্ট ২০২৬’। স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড-এর উদ্যোগে আয়োজিত এই ক্রিকেট টুর্নামেন্টটি প্রযুক্তি খাতের পেশাদারদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, দলগত চেতনা ও সুস্থ বিনোদনের এক অনন্য মিলনমেলায় পরিণত হয়।
টি-১০ পদ্ধতির এই টুর্নামেন্টে মোট ৬টি দল অংশগ্রহণ করে। অংশগ্রহণকারী দলগুলো হলো-র্যাপিড রেন্জার্স, ব্লেজ ওয়ারিওর্স, জিরো ডাউনটাইম, ডিজাস্টার রিকভারি, সিকিউর নেটওয়ার্ক এবং ভ্যানগার্ড স্কোয়াড। প্রতিযোগিতামূলক ও উত্তেজনাপূর্ণ ম্যাচগুলোর মধ্য দিয়ে পুরো আয়োজনটি দর্শকদের মাঝে ব্যাপক উৎসাহ সৃষ্টি করে।
‘স্মার্ট ক্রিক ফেস্ট ২০২৬’- টুর্নামেন্টে অপরাজিত চ্যাম্পিয়ন হয় নেটওয়ার্কিং প্রযুক্তি বিশেষজ্ঞ দল সিকিউর নেটওয়ার্ক। রানার-আপ হয় কর্পোরেট সেলস এক্সপার্টদের দল র্যাপিড রেন্জার্স।

গত শনিবার (৩ জানুয়ারি) টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড-এর ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর আবু মোস্তফা চৌধুরী সুজন। তিনি বিজয়ী ও রানার-আপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন এবং ভবিষ্যতেও এ ধরনের আয়োজন প্রযুক্তি পেশাজীবীদের মধ্যে বন্ধন দৃঢ় করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।





