জমকালো সন্ধ্যায় উন্মোচিত হলো ‘ইনফিনিক্স নোট ৫০ সিরিজ’ স্মার্টফোন
ক.বি.ডেস্ক: ইনফিনিক্স উন্মোচন করেছে নোট ৫০ সিরিজ এর ‘নোট ৫০’, ‘নোট ৫০ প্রো’ এবং ‘নোট ৫০ প্রো প্লাস’ স্মার্টফোন। গতকাল জমকালো সন্ধ্যায় ইনফিনিক্স নোট ৫০ সিরিজের নতুন আসা তিনটি মডেলের ফোনগুলোর অভিজ্ঞতা নিলেন ডিভাইসপ্রেমীরা। এক্সপেরিয়েন্স জোনে সরাসরি নোট ৫০ সিরিজের স্মার্টফোন ব্যবহার করে এর বিভিন্ন ফিচার সম্পর্কে ধারণা পান। এ-আই ফিচার, স্লিম ডিজাইন, স্মুথ ডিসপ্লে, ফাস্ট চার্জিং প্রযুক্তি এবং উন্নত ক্যামেরা সিস্টেম- সব মিলিয়ে ডিভাইসটি প্রশংসা কুড়িয়েছে সবার মাঝে।
গতকাল রবিবার (২০ এপ্রিল) ঢাকার একটি কনভেনশ সেন্টারে আনুষ্ঠানিকভাবে ইনফিনিক্স নোট ৫০ সিরিজ এর তিনটি মডেল উন্মোচন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন হেড অব ট্রানশন বাংলাদেশ ড্যানিয়েল, হেড অব ইনফিনিক্স বাংলাদেশ জ্যাক, ইনফিনিক্স সেলস ন্যাশনাল ম্যানেজার অ্যালেক্স, ইনফিনিক্স ন্যাশনাল মার্কেটিং ম্যানেজার লিন এবং ইনফিনিক্স বাংলাদেশের ব্র্যান্ড ম্যানেজার ইফতেখার সানি সহ ইনফিনিক্স বাংলাদেশের শীর্ষ কর্মকর্তারা।
ইনফিনিক্স নোট ৫০ সিরিজের নতুন এই স্মার্টফোনগুলোতে যুক্ত হয়েছে সম্পূর্ণ নতুন এআই প্রযুক্তি। থাকছে ডিপসিক এআই, ওয়ান-ট্যাপ এআই ক্যামেরা ও স্ক্রিন এবং এআই নয়েজ মিউট। এ ছাড়া থাকছে নতুন বায়ো-অ্যাকটিভ হ্যালো এআই লাইট। টিইউভি সুড-সার্টিফায়েড ড্রপ রেজিস্ট্যান্স নিশ্চিত করেছে ফোনটির উন্নত নির্ভরযোগ্যতা ও স্থায়িত্ব। প্রতিটি মডেলে রয়েছে ৫২০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি এবং ফাস্টচার্জ ৩.০ প্রযুক্তি। নোট ৫০ প্রো প্লাস মডেলে ১০০ ওয়াট ওয়ায়ার্ড চার্জিং এবং ৫০ ওয়াট ওয়্যারলেস ম্যাগচার্জ সুবিধা রয়েছে।
ইনফিনিক্স নোট ৫০ এবং নোট ৫০ প্রো মডেলে রয়েছে মিডিয়াটেক হেলিও জি১০০ আলটিমেট চিপসেট। নোট ৫০ প্রো প্লাস মডেলে ব্যবহৃত হয়েছে নেক্সট-জেন ৪ ন্যানোমিটার ডাইমেনসিটি ৮৩৫০ আলটিমেট ৫.৫জি চিপসেট। রয়েছে ৬.৭৮ ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে এবং ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট, ৫০ মেগা পিক্সেল ওআইএস নাইট মাস্টার ক্যামেরা, ১১২° আল্ট্রা-ওয়াইড-এঙ্গেল লেন্স এবং উন্নত এআই ফটোগ্রাফি টুলস।
ইনফিনিক্স নোট ৫০ সিরিজের স্মার্টফোনগুলো দুটি রঙে পাওয়া যাচ্ছে টাইটেনিয়াম গ্রে এবং এনচ্যান্টেড পারপল। ফোনগুলোর মূল্য নোট ৫০ প্রো প্লাস ৫৪,৯৯৯ টাকা; নোট ৫০ প্রো ৩১,৯৯৯ টাকা এবং নোট ৫০ ২৭,৯৯৯ টাকা।





