ছাত্রছাত্রীদের এআই শেখাতে এগিয়ে আসলো রবি ও টেন মিনিট স্কুল

ক.বি.ডেস্ক: ছাত্রছাত্রীদের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) শেখার ক্ষেত্রে সহায়তা করতে একসঙ্গে কাজ করবে রবি আজিয়াটা ও দেশের এডটেক প্ল্যাটফর্ম টেন মিনিট স্কুল। প্রতিষ্ঠান দুটি দেশের বিভিন্ন স্কুল ও কলেজের লাইব্রেরিতে এআই ব্যবহারের ওপর বাংলায় লেখা একটি বই বিতরণ করবে। এ ছাড়া এআই ব্যবহার নিয়ে ‘মাই রবি’ অ্যাপ থেকে পাওয়া যাবে সাপ্তাহিক ভিডিও কনটেন্ট।
টেন মিনিট স্কুলের প্রধান নির্বাহী কর্মকর্তা আয়মান সাদিক বাংলায় প্রথমবারের মতো এআই শেখার একটি পূর্ণাঙ্গ ই-বুক তৈরি করেছেন। এতে রয়েছে ২৪টি ভিজ্যুয়াল চ্যাপ্টার এবং ২৪টি ভিডিও। বইটি ছাপিয়ে দেশের প্রত্যন্ত অঞ্চলের স্কুল ও কলেজের লাইব্রেরিতে সরবরাহ করা হবে, যাতে শিক্ষার্থীরা সহজেই এআই সম্পর্কে জানতে ও শিখতে পারে। এ ছাড়াও ‘মাই রবি’ অ্যাপ ব্যবহারকারীরা প্রতি সুপার রবিবারে এআই টিপস, ট্রিকস ও সাপ্তাহিক ভিডিও কনটেন্ট উপভোগ করতে পারবেন।
রবির চিফ কমার্শিয়াল অফিসার শিহাব আহমাদ বলেন, “এআই বিশ্বজুড়ে শিক্ষা ব্যবস্থায় দ্রুত পরিবর্তন আনছে। রবি ও টেন মিনিট স্কুলের এই অংশীদারিত্বের মাধ্যমে বাংলাদেশের স্কুল ও কলেজের শিক্ষার্থীদেরকে ভবিষ্যতের জন্য প্রয়োজনীয় দক্ষতা ও জ্ঞান অর্জনে সহায়তা করা হবে। আমরা চাই প্রযুক্তির অগ্রগতির সঙ্গে শিক্ষার একটি কার্যকর সেতুবন্ধন তৈরি করতে।”