উদ্যোগ

চালু হলো দেশের সবচেয়ে বড় কমপিউটার ভিত্তিক পরীক্ষার ভেন্যু

ক.বি.ডেস্ক: পরীক্ষার কেন্দ্রে বিদ্যমান সুযোগ-সুবিধা পরীক্ষার্থীদের কাছে বেশ গুরুত্ব বহন করে। পরীক্ষার্থীদের ক্রমবর্ধমান চাহিদা বিবেচনায় নিয়ে বাংলাদেশের বৃহত্তম কমপিউটার-ভিত্তিক পরীক্ষার ভেন্যুটি ডিজাইন করা হয়েছে। এই ভেন্যুতে একসঙ্গে ১৫০ জনেরও বেশি প্রার্থী পরীক্ষা দিতে পারবে। এটি আইসিটি ব্যবহারিক, আইইএলটিএস এবং অসংখ্য বিশ্ববিদ্যালয় ও পেশাদার পরীক্ষার জন্যও উপযুক্ত।

আজ রবিবার (৩ আগস্ট) কমপিউটার-ভিত্তিক পরীক্ষার ভেন্যু চালু করার লক্ষ্যে ব্রিটিশ কাউন্সিলের সঙ্গে এক সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বিটোপিয়া গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান বিডিকলিং আইটি লিমিটেড। চুক্তিতে স্বাক্ষর করেন বিডিকলিং আইটি লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মনির হোসেন এবং ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের কান্ট্রি এক্সাম ডিরেক্টর ম্যাক্সিম রাইম্যান।

এ সময় উপস্থিত ছিলেন বিডিকলিং আইটি লিমিটেডের চেয়ারম্যান সাবিনা আক্তার, বিডিকলিং অ্যাকাডেমি’র জেনারেল ম্যানেজার রনি চৌধুরী, অ্যাসিসটেন্ট জেনারেল ম্যানেজার রনি সাহা এবং ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের এক্সাম অপারেশনস ডিরেক্টর জুনায়েদ আহমেদ।

মোহাম্মদ মনির হোসেন বলেন, “বিডিকলিং- এ আমরা সীমাহীন সম্ভাবনা বাস্তবায়নে বিশ্বাস করি। আমরা আশা করি যে, ব্রিটিশ কাউন্সিল আমাদের এই উদ্ভাবন ও বিকাশ-কেন্দ্রিক মানসিকতার সঙ্গে একাত্মতা প্রকাশ করে, একসঙ্গে এগিয়ে যাওয়ার প্রত্যয় নিয়ে কাজ করবে। পরীক্ষার্থীদের জন্য এমন একটি উদ্ভাবনী এবং অন্তর্ভুক্তিমূলক ভেন্যু চালু করতে পেরে আমরা আনন্দিত।”

ম্যাক্সিম রাইম্যান বলেন, “এই অংশীদারিত্ব ভবিষ্যতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচনে সহায়ক ভূমিকা রাখবে। এই ভেন্যুটি সত্যিই অনন্য; কারণ এটি অত্যাধুনিক সুযোগ-সুবিধার পাশাপাশি উচ্চমান বজায় রাখার মাধ্যমে শিক্ষার্থী এবং প্রশিক্ষণার্থীদের জন্য নতুন সুযোগ তৈরি করবে।”

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *