উদ্যোগ

চারারোপণ কর্মসূচিতে যুক্ত বাংলালিংক এবং প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন

ক.বি.ডেস্ক: দেশজুড়ে ৫৭ জেলায় চারারোপণ ও চারা বিতরণ কর্মসূচি ‘সবুজে সাজাই বাংলাদেশ’ উদ্যোগ বাস্তবায়নে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের সঙ্গে অংশীদারিত্ব করেছে বাংলালিংক। পরিবেশ নিয়ে সচেতনতা বৃদ্ধি ও কমিউনিটির অংশগ্রহণ উদ্বুদ্ধ করার লক্ষ্য নিয়ে কাজ করে এ কর্মসূচি। তরুণ প্রজন্ম, শিক্ষা প্রতিষ্ঠান ও স্থানীয় জনগণকে যুক্ত করে পরিবেশবান্ধব ইকোসিস্টেম ও টেকসই ভবিষ্যৎ গড়ে তুলতে ভূমিকা রাখবে ‘সবুজে সাজাই বাংলাদেশ’ উদ্যোগ।

এ উদ্যোগের অধীনে এখন পর্যন্ত ৪৫ জেলায় চারারোপণ করা হয়েছে। এর মধ্যে উত্তরায় বড় পরিসরে আয়োজনের পাশাপাশি সারাদেশে ৬২ হাজার ৪০০টির বেশি চারা রোপণ ও বিতরণ করা এ হয়েছে। বাকি জেলাগুলোতে কর্মসূচি শেষে আগামী ১৫ সেপ্টেম্বর এ উদ্যোগের কার্যক্রম শেষ হবে। সম্প্রতি উত্তরায় বাংলালিংকের প্রায় ১০০ জন কর্মী ষোলহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে মিলে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সহযোগিতায় চারা রোপণ ও বিতরণ করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের পরিবেশ, জলবায়ু ও দুর্যোগ ব্যবস্থাপনা সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোহাম্মদ আবুল কাশেম, বাংলালিংকের ডেপুটি সিইও জহরত আদিব চৌধুরী, প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান আব্দুল মুকীদ মজুমদার বাবু, ষোলহাটি সরকারি প্রাথমিক ও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহিনা জিন্নাতুল ফেরদৌস, প্রকৃতি ও জীবন ক্লাবের ঢাকা জেলা-ভিত্তিক উপদেষ্টা ড. মুন্সি শাহজাহান এবং ঢাকা জেলার প্রকৃতি ও জীবন ক্লাবের সভাপতি মো. আসলাম হোসেন।

এ উদ্যোগ নিয়ে জহরত আদিব চৌধুরী বলেন, “পরিবেশের প্রতি দায়বদ্ধতা বাংলালিংকের ইএসজি কৌশলের অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। বৃক্ষরোপণের উদ্যোগে পাশে থাকা মানে শুধু চারা রোপণই নয়, একইসঙ্গে এ উদ্যোগ কমিউনিটিকে একতাবদ্ধ করতে, সচেতনতা বাড়াতে এবং আগামী প্রজন্মের জন্য টেকসই ভবিষ্যৎ নিশ্চিত করতে ভূমিকা রাখবে। উদ্ভাবন আর দায়িত্ববোধের সমন্বয়ই পৃথিবীর সুরক্ষায় ভূমিকা রাখবে।”

আব্দুল মুকীদ মজুমদার বাবু বলেন, “বৃক্ষরোপণ মানে শুধু চারা রোপণ করাই নয়; এ ধরনের উদ্যোগ সচেতনতা গড়ে তুলতে, তরুণ প্রজন্মকে অনুপ্রাণিত করতে এবং সবুজ ভবিষ্যৎ গড়ে তোলার ক্ষেত্রে দায়িত্বশীলতার সংস্কৃতি তৈরিতে ভূমিকা রাখে। প্রকৃতির সুরক্ষার দায়িত্ব নিতে তরুণদের উদ্বুদ্ধ করার মাধ্যমে আমরা সবুজ, সুস্থ ও টেকসই বাংলাদেশের ভিত্তি গড়ে তুলতে ভূমিকা রাখছি। একসাথে আমরা শুধু বৃক্ষরোপণই নয়, পাশাপাশি আগামী প্রজন্মের জন্য আশার সঞ্চার করছি।”

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *