উদ্যোগ

চট্টগ্রামবাসীদের জন্য পাঠাও’র ‘ও বদ্দা Only চিটাং’

ক.বি.ডেস্ক: বাংলাদেশের রাইড শেয়ারিং ও ফুড ডেলিভারি প্ল্যাটফর্ম পাঠাও শুধুমাত্র চট্টগ্রামবাসীদের জন্য নিয়ে এলো ‘ও’ বদ্দা Only চিটাং’ ক্যাম্পেইন। এই ক্যাম্পেইনে থাকছে পাঠাও’র পুরাতন ও নতুন ব্যবহারকারিদের জন্য পাঠাও কার, বাইক ও ফুড-এ এক্সাইটিং সব ডিসকাউন্টস। ক্যাম্পেইনটি চলবে ৩১ ডিসেম্বর পর্যন্ত। চট্টগ্রামের ব্যস্ত রাস্তায় ঘুরে বেড়ানো, কাজের জন্য যাতায়াতে বা লোকাল ফুডগুলো উপভোগ করতে এই ক্যাম্পেইন।

নতুুন ব্যবহারকারিদের জন্য: পাঠাও কারে প্রোমো FEST100 ইউজ করলেই পাবেন, ৫০% অফ, ১২৫ টাকা পর্যন্ত। পাঠাও বাইকে প্রোমো FIRSTRIDE50 ইউজ করলেই পাবেন, ৫০% অফ, ৬৫ টাকা পর্যন্ত। পাঠাও ফুডে প্রোমো HELLO100 ইউজ করলেই পাবেন, ৫০% অফ, ১০০ টাকা পর্যন্ত

এক্সিসটিং ব্যবহারকারিদের জন্য: পাঠাও কারে প্রোমো CTGCAR ইউজ করলেই পাবেন, ৫০% অফ, ৯০ টাকা পর্যন্ত। পাঠাও বাইকে প্রোমো CTGBIKE ইউজ করলেই পাবেন, ৫০% অফ, ৪০ টাকা পর্যন্ত। পাঠাও ফুডে প্রোমো FOODCTG ইউজ করলেই পাবেন, ৩০% অফ, ১০০ টাকা পর্যন্ত।

চট্টগ্রামবাসীরা, এখনই সময় পাঠাও’র সঙ্গে শহরজুড়ে ঘুরে বেড়ানো ও মজাদার সব খাবার উপভোগ করার। এই ক্যাম্পেইনে দারুণ সব ডিসকাউন্ট নিয়ে পাঠাও’র সঙ্গে আছে সুলতানস ডাইন, কাচ্চি ডাইন, বারকোড, চমক সহ চট্টগ্রামের আরও সেরা সব রেস্টুরেন্টস। আজই পাঠাও ডাউনলোড করুন আর উপভোগ করুন ‘ও’ বদ্দা Only চিটাং’ ক্যাম্পেইনের এক্সাইটিং সব ডিলস ও ডিসকাউন্টস!

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *