ঘরে বসেই মিলছে ভিভো’র স্মার্টফোন
ক.বি.ডেস্ক: করোনা মহামারির সময় থেকে দেশে ‘‘ই-স্টোর’’ এর মাধ্যমে সেবা দিয়ে আসছে ভিভো। ই-স্টোরের মাধ্যমে রাজধানীতে অর্ডার দেয়া হলে ২৪ থেকে ৪৮ ঘন্টার মধ্যেই বাসায় পৌঁছে যাবে পছন্দের ভিভো স্মার্টফোনটি। ঢাকার বাইরে হলে লাগবে মাত্র ৭২ থেকে ৯৬ ঘন্টা। ভিভোর অফিসিয়াল ওয়েবসাইটে ই-স্টোরের মাধ্যমে পাওয়া যাচ্ছে এই সেবা।
https://shop.vivo.com/bd এই অ্যাড্রেসে ভিজিট করে পছন্দসই স্মার্টফোনটি অর্ডার করা যাবে। ঝামেলাবিহীন কেনাকাটা এড়াতে ই-স্টোর ব্যবহার করুন। ইলেকট্রনিক ডিভাইসের মাধ্যমে ইন্টারনেট ব্যবহার করে সরাসরি সেবা পাচ্ছে গ্রাহকরা। এতে করে অনেক সময় বাঁচানোও সম্ভব হচ্ছে। দেশে প্রচলিত ই-স্টোরের ধারনায় নতুন মাইলফলক যোগ করেছে ভিভো।
২০২১ সালে প্রথম যাত্রা করে ভিভোর ই-স্টোর। ভিভো ই-স্টোরে গ্রাহকরা সরাসরি তাদের পছন্দসই স্মার্টফোন খুঁজে পেতে পারেন। কলেজ-বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীরা, কর্মজীবী মানুষ যারা নিজেদের নিয়ে ব্যস্ত তারা সহজেই অর্ডার করতে পারেন। ভিভোর যেকোনো স্মার্টফোন কোনো প্রকার জটিলতা ছাড়া কেনা সম্ভব। এ ছাড়া রয়েছে যেকোন প্রয়োজনে রিপ্লেসমেন্টের সুযোগ। ক্যাশ ডেলিভারি, ডেবিট-ক্রেডিট কার্ড, মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসের মতো বিভিন্ন অপশন ব্যবহার করে ভিভো ই-স্টোরের পেমেন্ট করা যাবে।