ডেস্কটপ প্রযুক্রির পণ্য

গ্লোবাল ব্র্যান্ডে লেনোভোর তিনটি নতুন ডেস্কটপ

ক.বি.ডেস্ক: বিশ্বখ্যাত প্রযুক্তি ব্র্যান্ড লেনোভোর অনুমোদিত পরিবেশক গ্লোবাল ব্র্যান্ড বাংলাদেশের প্রযুক্তিপণ্যের বাজারে নিয়ে এসেছে নতুন প্রজন্মের তিনটি শক্তিশালী ডেস্কটপ কমপিউটার। সর্বাধুনিক প্রযুক্তির সমন্বয়ে তৈরি এসব ডেস্কটপে রয়েছে ইন্টেলের সর্বশেষ প্রজন্মের প্রসেসর, উচ্চগতির ডিডিআর ফাইভ মেমোরি এবং পিসিআইই জেন৪ এসএসডি। ডেস্কটপগুলো আধুনিক অফিস, শিক্ষা প্রতিষ্ঠান এবং প্রফেশনাল ব্যবহারকারীদের জন্য নির্ভরযোগ্য ও উচ্চ পারফরম্যান্স নিশ্চিত করবে।

লেনোভোর নতুন এই ডেস্কটপ সিরিজে যুক্ত করা হয়েছে আধুনিক সংযোগ সুবিধা- ওয়াই-ফাই৬, ইউএসবি টাইপ সি এবং উন্নত মানের এইচডিএমআই ২.১ (টিএমডিএস) সংযোগ ব্যবস্থা, যা বর্তমান সময়ের সব ধরনের কাজের জন্য একে আরও কার্যকর করে তুলেছে। পাশাপাশি প্রতিটি ডেস্কটপের সঙ্গে অপশনালভাবে কিবোর্ড ও মাউস ব্যবহারের সুবিধাও থাকছে। লেনোভোর নতুন আসা ডেস্কটপ সিরিজের মডেলসমূহ হলো- পিসি আইসিটি (৯) ৯০এক্সএস০০৫ইএলকে; পিসি আইসিটি (৯) ৯০এক্সএস০০৫জিএলকে এবং পিসি আইসিটি (৯) ৯০এক্সডব্লিউ০০৬কেএলকে।

পিসি আইসিটি (৯) ৯০এক্সএস০০৫ইএলকে
এই মডেলটিতে ব্যবহার করা হয়েছে চৌদ্দতম প্রজন্মের ইন্টেল কোরআই৭ ১৪৭০০ প্রসেসর। এতে রয়েছে ২০টি বিশটি কোর ও ২৮টি থ্রেডস, যা সর্বোচ্চ ৫.৪ গিগাহার্টজ পর্যন্ত গতিতে কাজ করতে সক্ষম। সঙ্গে রয়েছে ৮ গিগাবাইট ডিডিআর ফাইভ র‍্যাম এবং এক টেরাবাইট পিসিআই এক্সপ্রেস জেন৪ সলিড স্টেট ড্রাইভ।

পিসি আইসিটি (৯) ৯০এক্সএস০০৫জিএলকে
এই ডেস্কটপে রয়েছে চৌদ্দতম প্রজন্মের ইন্টেল কোরআই৫ ১৪৪০০ প্রসেসর। এতে ১০টি কোর ও ১৬টি থ্রেডস রয়েছে, যা সর্বোচ্চ ৪.৭ গিগাহার্টজ পর্যন্ত গতি প্রদান করে। সিস্টেমটিতে সংযুক্ত আছে ৮ গিগাবাইট ডিডিআর ফাইভ র‍্যাম এবং এক টেরাবাইট পিসিআই এক্সপ্রেস জেন৪ সলিড স্টেট ড্রাইভ।

পিসি আইসিটি (৯) ৯০এক্সডব্লিউ০০৬কেএলকে
এই ডেস্কটপে রয়েছে ত্রয়োদশ প্রজন্মের ইন্টেল কোরআই৭ ১৩৬২০ প্রসেসর। এতে ১০টি কোর ও ১৬টি থ্রেডস রয়েছে এবং সর্বোচ্চ ৪.৯ গিগাহার্টজ পর্যন্ত গতিতে কাজ করতে পারে। সঙ্গে দেয়া হয়েছে ৮ গিগাবাইট ডিডিআর ফাইভ র‍্যাম এবং ৫১২ গিগাবাইট পিসিআই এক্সপ্রেস জেন৪ সলিড স্টেট ড্রাইভ।

নতুন আসা সবগুলো ডেস্কটপেই অপারেটিং সিস্টেম হিসেবে ডস সংযুক্ত থাকছে, যা ব্যবহারকারীদের নিজেদের প্রয়োজন অনুযায়ী সিস্টেম কনফিগার করার সুযোগ দেবে। দ্রুতগতি, স্থায়িত্ব ও মসৃণ পারফরম্যান্সের সমন্বয়ে এই ডেস্কটপগুলো আধুনিক সময়ের ব্যবহারকারীদের জন্য একটি কার্যকর ও নির্ভরযোগ্য একটি আদর্শ সমাধান হবে। তিন বছরের অফিসিয়াল ওয়ারেন্টি সহ ডেস্কটপগুলো পাওয়া যাবে গ্লোবাল ব্র্যান্ড পিএলসির অনুমোদিত সকল ডিলার হাউসে।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *