গ্লোবাল ব্র্যান্ডে লেনোভোর নতুন পাওয়ারহাউজ ল্যাপটপ
ক.বি.ডেস্ক: তরুণ প্রজন্ম বা ক্রিয়েটরদের মনোযোগ কাড়তে আর অপেক্ষা নয়! প্রযুক্তিপ্রেমীদের জন্য গ্লোবাল ব্র্যান্ড নিয়ে এলো এক দুর্দান্ত সারপ্রাইজ লেনোভো আইডিয়া প্যাড প্রো ৫আই (৮৩জেকে০০২০আইএন)। একে ল্যাপটপ বললে ভুল হবে, এটি আসলে এআই প্রযুক্তির এক বিস্ট, যা আপনার কাজের অভিজ্ঞতাকে রকেটের গতিতে পৌঁছে দেবে অনন্য উচ্চতায়।
আইডিয়া প্যাড প্রো ৫আই (৮৩জেকে০০২০আইএন) ল্যাপটপটিতে রয়েছে ১৪ ইঞ্চি ২.৮কে ওলেড ডিসপ্লে যা ভিডিও এডিটিং এবং গ্রাফিক ডিজাইনের কালার গ্রেডিংয়ের জন্য একদম নিখুঁত। সর্বাধুনিক ইন্টেল অ্যারো লেক কোর আল্ট্রা ৯ প্রসেসর এবং ৩২ জিবি র্যামের সমন্বয়ে মাল্টিটাস্কিং হবে চোখের পলকে। সঙ্গে ইন্টেল এআরসি ১৪০টি জিপিইউ সফটওয়্যারগুলোকে অনায়াসেই পরিচালনা করতে সক্ষম।
যেকোনও পরিস্থিতিতে অটুট রাখতে রয়েছে মিলিটারি গ্রেড (MIL-STD-810H) সার্টিফাইড। ভ্রমণপিপাসু ভ্লগার বা ডেভেলপাররা চরম আবহাওয়াতেও নিশ্চিন্তে কাজ করতে পারবেন। থাকছে ডলবি অ্যাটমস সাউন্ড, ওয়াই-ফাই ৭ এর সুপার ফাস্ট ইন্টারনেট এবং উইন্ডোজ ১১ প্রো-এর সুবিধা।
লুনা গ্রে কালারের এই ল্যাপটপটি পাওয়া যাচ্ছে ১,৭৫,০০০ টাকায়, সঙ্গে থাকছে ২ বছরের অফিসিয়াল ওয়ারেন্টি। পাওয়া যাবে গ্লোবাল ব্র্যান্ডের সকল শাখা, অনুমোদিত ডিলার হাউজ অথবা তাদের ওয়েবসাইটে।





