গ্লোবাল ব্র্যান্ডের আকর্ষণীয় অফারে মাতছে সিটি আইটি মেগা ফেয়ার ২০২৫
ক.বি.ডেস্ক: রাজধানীর আগারগাঁও আইডিবি ভবনে বিসিএস কমপিউটার সিটিতে ছয় দিনব্যাপী (৮-১৩ ডিসেম্বর) চলছে ‘প্রযুক্তির শক্তি, তারুণ্যে অগ্রগতি’ স্লোগানে জমকালো ও বর্ণাঢ্য প্রযুক্তিপণ্যের মেলা ‘‘সিটি আইটি মেগা ফেয়ার ২০২৫’’। বিসিএস কমপিউটার সিটি ব্যবস্থাপনা কমিটি আয়োজিত দেশের বৃহত এই প্রযুক্তিপণ্যের মেলায় বিগত দুই দশক ধরে অংশগ্রহণ করছে দেশের শীর্ষস্থানীয় প্রযুক্তিপণ্যের পরিবেশক প্রতিষ্ঠান গ্লোবাল ব্র্যান্ড।
গ্লোবাল ব্র্যান্ডের পাঁচটি স্টলে প্রদর্শন করছে বিশ্বখ্যাত ব্র্যান্ডের আকর্ষণীয় পণ্য ও বিশেষ অফার, যা দর্শনার্থীদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। এবারের মেলায় প্রতিষ্ঠানটি ক্রেতাদের জন্য বিশ্বখ্যাত পাঁচটি প্রযুক্তি পণ্যের সমাহার, বিশেষ অফার, মূল্যছাড় ও আকর্ষণীয় উপহার দিচ্ছে। দেশের প্রযুক্তিপ্রেমী ক্রেতা ও দর্শনার্থীদের জন্য এই মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত ১৩ ডিসেম্বর পর্যন্ত চলবে। বেশিরভাগ অফার সীমিত স্টক ভিত্তিক, তা ১৩ ডিসেম্বর পর্যন্ত চলমান থাকবে।
আসুস এর স্টলে চলছে বিশেষ এনগেজমেন্ট ক্যাম্পেইন, যেখানে দর্শনার্থীরা যেকোনও গ্যাজেট নিয়ে ছবি তুলে শেয়ার করলেই অংশ নিতে পারছেন পুরস্কার জয়ের সুযোগে। লেনোভো স্টলে অনুমোদিত ইন্টেল ল্যাপটপ ক্রয়ে প্রসেসর অনুযায়ী ১,০০০ থেকে ৩,০০০ টাকা পর্যন্ত নিশ্চিত শপিং ভাউচার প্রদান করা হচ্ছে।
নেটওয়ার্কিং পণ্য কিউডি তাদের স্টলকে রূপ দিয়েছে ক্যাশব্যাক জোনে। নির্দিষ্ট পণ্যে সর্বোচ্চ ২০ শতাংশ পর্যন্ত ক্যাশব্যাকের পাশাপাশি থাকছে ফ্রি টি-শার্ট, বিশেষ উপহার এবং লাইভ ডেমো সেশন। ভেনশন স্টল আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে একটি কিনলে একটি ফ্রি অফার, মূল্য ছাড় এবং সারপ্রাইজ গিফটের মাধ্যমে। পেশাদার অডিও পণ্যে সুপরিচিত জার্মান ব্র্যান্ড থোনেট ও ভ্যান্ডার তাদের স্পিকার, সাউন্ডবার ও নেকব্যান্ড পণ্যে দিচ্ছে বিশেষ একটি কিনলে একটি ফ্রি অফার, সঙ্গে রয়েছে অতিরিক্ত পুরস্কার জয়ের সুযোগও।
এবারের মেলায় বিশেষ আকর্ষণ তৈরি করেছে রাপু। ব্র্যান্ডটি আয়োজন করেছে ‘৫০০ সিরিজ মেগা অফার’, যেখানে দর্শনার্থীরা হিট অ্যান্ড স্কোর গেমে ৫০০ স্কোর অর্জন করলে জিতে নিতে পারবেন রাপু ৫০০ সিরিজ কিবোর্ড অ্যান্ড মাউস। এমনকি ৫০০ এর কাছাকাছি স্কোরেও থাকছে উপহার। রাপু এম১০ ওয়্যারলেস মাউস পাওয়া যাচ্ছে মাত্র ৫০০ টাকায়, যা দর্শকদের মাঝে উল্লেখযোগ্য আগ্রহ সৃষ্টি করেছে।





