আনুষাঙ্গিক প্রযুক্রির পণ্য

কিউডি নিয়ে এলো নতুন ওয়াইফাই ৬ রাউটার

ক.বি.ডেস্ক: সম্প্রতি বাংলাদেশে সিঙ্গেল ব্যান্ড রাউটার বন্ধ ঘোষণা করা হয়েছে। তাই দেশের প্রযুক্তি পণ্যের বাজারে গ্লোবাল ব্রান্ড পিএলসি নিয়ে এলো কিউডি’র নতুন ওয়াইফাই ৬ রাউটার। কিউডি ডব্লিইউআর ৩০০০এস মডেলের রাউটারটি একটি মেশ রাউটার, যা পরবর্তীতে অন্য কিউডি ডিভাইস এর সঙ্গে মেশ দিয়ে কানেক্ট করে ব্যবহার করা যাবে। ভিপিএন সার্ভার এবং ডিএনএস ফাংশনালিটি সমর্থিত এই রাউটার কিউডি অ্যাপ দিয়ে ক্লাউডের মাধ্যমে নিয়ন্ত্রণ করা সহজ হবে। এই গিগাবিট রাউটারটি ডুয়াল কোর সিপিউ এবং ডুয়াল ব্যান্ড সমর্থন করে।

কিউডি ডব্লিইউআর ৩০০০এস মডেলের রাউটারটি সর্বোচ্চ ২০০টি ডিভাইস কানেক্ট করে চালানো যাবে। ডুয়াল ব্যান্ড সমর্থিত এই রাউটার ২.৪ ও ৫ গিগাহার্টজ ব্যান্ডে ৫৭৪ মেগাবিট পার সেকেন্ড ও ২৪০২ মেগাবিট পার সেকেন্ড গতি পাওয়া যাবে। সিপিউ হিসেবে এতে ব্যবহার হয়েছে মিডিয়াটেক এমটি৭৯৮১। ১.৩ গিগাহার্টজ এর ডুয়াল কোর প্রসেসর, ২৫৬ মেগাবাইট র‍্যাম এবং ১২৮ মেগাবাইট রোম রয়েছে ৪টি ফিক্সড এন্টিনার এই রাউটারে।

রয়েছে ৫টি গিগাবিট ল্যানপোর্ট যা দিয়ে টিভিতে ফোর-কে ভিডিও স্টিমিং, গেম কনসোল, পিসি, প্রিন্টার কানেক্ট করে চালানো যাবে সঙ্গে আছে ইন্টারনেট কানেকশনের জন্য ১টি ওয়ান পোর্ট। ৭২২ ফিট ম্যাক্স রেন্জ দিতে পারে কিউডির এই রাউটার। রয়েছে সিস্টেম, ইন্টারনেট, ডব্লিইউপিএস, ২.৪ গিগাহার্টজ, ৫ গিগাহার্টজ, ডব্লিইউএএন ও ল্যান প্রদর্শনের এর জন্য এলইডি লাইট।

কিউডি ডব্লিইউআর ৩০০০এস মডেলের রাউটারটি পাওয়া যাচ্ছে গ্লোবাল ব্রান্ড পিএলসি – এর ওয়েবসাইট, সকল শাখা এবং অনুমোদিত ডিলার হাউসে।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *