উদ্যোগ

গ্রাহকদের বিশেষ সুবিধা দিতে ফুডির সঙ্গে চুক্তিবদ্ধ হলো স্কিটো

ক.বি.ডেস্ক: গ্রাহকদের জন্য বেশ কিছু আকর্ষণীয় ও অনন্য সুবিধা প্রদান করতে দেশের ফুড ডেলিভারি প্ল্যাটফর্ম ফুডির সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে গ্রামীণফোনের স্কিটো। ‘স্কিটো মানেই ফুডিতে এক্সট্রা খাতির’ ক্যাম্পেইনে নতুন ও পুরাতন সব গ্রাহকরাই আকর্ষণীয় সুবিধা উপভোগ করতে পারবেন। নতুন গ্রাহকরা ফুডিতে প্রথম অর্ডারে ১২০ টাকা ছাড় পাবেন। ২৪৯ টাকার বেশি অর্ডারের ক্ষেত্রে প্রতি মাসে ৫টি ফ্রি ডেলিভারি পাবেন বর্তমান গ্রাহকরা। এ ছাড়া নির্দিষ্ট অফারে মাসে তিন বার পর্যন্ত ৬০ টাকা ছাড় পাবেন গ্রাহকরা।

সম্প্রতি রাজধানীর জিপি হাউজে অনুষ্ঠিত চুক্তিতে স্বাক্ষর করেন গ্রামীণফোনের হেড অব স্কিটো নাফিস আনোয়ার চৌধুরী এবং ফুডির চিফ অপারেটিং অফিসার শাহনেওয়াজ মান্নান। এ সময় স্কিটোর পার্টনারশিপ অ্যান্ড ইনোভেশন লিড সামান্তা আকতার এবং ফুডির সেলস অ্যান্ড পেমেন্ট গেটওয়ে সার্ভিসের সিনিয়র ম্যানেজার সৈয়দ সাজিবুর রহমান সহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অফারগুলো খুব সহজেই গ্রহণ করতে পারবেন গ্রাহকরা। স্কিটো অ্যাপ বা প্রচারমূলক চ্যানেল থেকে অফারগুলো দেখতে পারবেন। এরপর ফুডি অ্যাপে গিয়ে স্কিটো নম্বর দিয়ে নিবন্ধন করলেই অফারগুলো স্বয়ংক্রিয়ভাবে চালু হয়ে যাবে। অর্ডারের সময় যখন খাবার কার্টে যোগ হবে, তখন অর্ডার ডিটেইলস পেজে প্রযোজ্য অফারগুলো দেখাবে এবং কোনোরকম ঝামেলা ছাড়াই স্বয়ংক্রিয়ভাবে চলে আসবে প্রোমো কোডগুলো। অর্ডারটি কনফার্ম করলেই তাৎক্ষণিক ছাড় উপভোগ করতে পারবেন গ্রাহকরা।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *