সাম্প্রতিক সংবাদ

গ্রামীণফোন’র নতুন সিসিএও হলেন তানভীর মোহাম্মদ

ক.বি.ডেস্ক: দেশের টেলিযোগাযোগ প্রতিষ্ঠান গ্রামীণফোন’র নতুন চিফ কর্পোরেট অ্যাফেয়ার্স অফিসার (সিসিএও) হিসেবে নিয়োগ পেলেন তানভীর মোহাম্মদ। তিনি আগামী ১ নভেম্বর থেকে দায়িত্ব পালন করবেন। গ্রামীণফোনের ব্যবস্থাপনা দলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন তিনি।

তানভীর মোহাম্মদ টেলিযোগাযোগ খাতে ২৫ বছরের বেশি অভিজ্ঞতাসম্পন্ন একজন দক্ষ পেশাজীবী। তিনি গ্রামীণফোন ও টেলিনর গ্রুপের বিভিন্ন নেতৃত্বস্থানীয় পদে দায়িত্ব পালন করেছেন। ব্যবসায়িক পরিবেশের নানা আঙ্গিক, প্রযুক্তিগত সমন্বয়, নিয়ন্ত্রক কর্মকাঠামো, জলবায়ু ও টেকসই উদ্যোগ, একীভূতকরণ ও অধিগ্রহণ, ব্যবসায়িক উন্নয়ন ও অবকাঠামোগত বিষয়ে তানভীরের রয়েছে বিস্তৃত অভিজ্ঞতা।

এই পদে যোগদানের আগে তানভীর টেলিনর গ্রুপের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এবং হেড অব এশিয়া ইন্টিগ্রেশন হিসেবে দায়িত্ব পালন করেছেন। এর আগে টেলিনর ইন্ডিয়ার চিফ অপারেটিং অফিসার এবং গ্রামীণফোনের চিফ টেকনোলজি অফিসারসহ টেলিনরের অন্যান্য ব্যবসায়িক ইউনিটের নেতৃত্বস্থানীয় পদে দায়িত্ব পালন করেছেন তিনি।

তানভীর বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে প্রকৌশলে স্নাতক ডিগ্রি অর্জন করেন। এ ছাড়া ন্যাশনাল ইউনিভার্সিটি অব সিঙ্গাপুর এবং ফ্রান্স ও সিঙ্গাপুরের ইনসিয়াড থেকে লিডারশিপ, এক্সিকিউটিভ ম্যানেজমেন্ট ও বিজনেসের ওপর বেশ কয়েকটি সম্মানজনক কোর্স সম্পন্ন করেছেন তিনি।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *