গ্যালাক্সি এস২৫ সিরিজে থাকছে এআই ফিচারের আধিক্য
শামীমা আক্তার: দক্ষিণ কোরিয়ার প্রযুক্তি প্রতিষ্ঠান স্যামসাং সম্প্রতি গ্যালাক্সি এস২৫ সিরিজ উন্মোচন করে যাতে থাকছে এআই ফিচারের আধিক্য। নতুন এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনটি কোয়ালকমের প্রসেসর ও গুগলের উন্নত এআই ফিচারসমৃদ্ধ। গ্যালাক্সি এস২৫ সিরিজ দিয়ে নিজেদের হারানো বাজার পুনরুদ্ধার করতে চাইছে স্যামসাং।
গ্যালাক্সি এস২৫ সিরিজের ফোনে এআই ফিচারের জন্য রয়েছে গুগল জেমিনি। থাকছে স্যামসাংয়ের নিজস্ব ভয়েজ অ্যাসিসট্যান্ট বিক্সবি’র উন্নত সংস্করণও। বিক্সবি ও জেমিনি একে-অন্যের পরিপূরক হিসেবে কাজ করবে। মোবাইল ফোন থেকে শুরু করে টেলিভিশন এবং হোম অ্যাপ্লায়েন্স-স্যামসাং ইকোসিস্টেমের বিভিন্ন পণ্যে বিক্সবি ব্যবহার করা হয় ডিজিটাল ভয়েজ অ্যাসিসট্যান্ট হিসেবে। ব্যবহারকারীরা ৭ বছর পর্যন্ত অ্যান্ড্রয়েড বা স্যামসাংয়ের নিজস্ব অপারেটিং সিস্টেম ‘ওয়ান ইউআই’-এর আপডেট পাবেন।
গ্যালাক্সি এস২৫ সিরিজে ব্যবহারকারীরা পারসোনালাইড এআই’র সুবিধা পাবেন। এর ‘নাউ ব্রিফ’ সার্ভিসের অধীনে বেশ কিছু কাস্টমাইজড আইটেম থাকবে, যেমন- ক্যালেন্ডার, নিউজ, বেডরুমের বাতাসের তাপমাত্রা, কার্বন ডাই অক্সাইডের মাত্রা ইত্যাদি। ব্যবহারকারীর পারসোনালাইজড ডেটার ওপর ভিত্তি করে নাউ ব্রিফ বিভিন্ন বিষয় সুপারিশ বা রিকমেন্ড করে থাকে। এর ফলে ফোনে একটি কমান্ডেই একাধিক কাজ করা যাবে।
গত বুধবার (২২ জানুয়ারি) মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় অনুষ্ঠিত স্যামসাংয়ের আনপ্যাকড ইভেন্টে গ্যালাক্সি এস২৫ সিরিজ উন্মোচন করা হয়। গ্যালাক্সি এস২৫ সিরিজে রয়েছে- এস২৫ (বেজ মডেল), এস২৫+ (এস২৫ প্লাস) ও এস২৫ আলট্রা। এ ছাড়াও অনুষ্ঠানে এই সিরিজের একটি পাতলা সংস্করণও প্রদর্শন করে স্যামসাং। যদিও এজ মডেলটি অন্য তিনটি মডেলের সঙ্গে এখনই বাজারে আসছে না। গ্যালাক্সি এস২৫ এজ নামের এই সংস্করণটি চলতি বছরের প্রথম ভাগেই বাজারে আসার কথা।
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) যুক্ত করার মাধ্যমে স্মার্টফোন প্রযুক্তির উদ্ভাবনে নতুন অধ্যায় রচনা করেছে স্যামসাং। গ্যালাক্সি এস২৫ সিরিজে এআই ফিচার অন্তর্ভুক্ত করা হয়েছে। স্মার্টফোনগুলোতে ক্রস-অ্যাপ অ্যাকশন, ইন্টেলিজেন্ট মাল্টিমোডাল সার্চ, সার্কেল টু সার্চ, কল ট্রান্সক্রিপশন, ডকুমেন্ট সামারিসহ বিভিন্ন অ্যাপ্লিকেশন ও সেবা ব্যবহার করা যাবে। অন্যান্য ফিচারের মধ্যে রয়েছে ১২০ হার্টজ রিফ্রেশ রেট, কিউএইচডি প্লাস ডায়নামিক অ্যামোলেড ২এক্স ডিসপ্লে।
গ্যালাক্সি এস২৫ সিরিজ
এস২৫ সিরিজের এস২৫ বেজ মডেলে ৮ জিবি র্যামের পরিবর্তে থাকছে ১২ জিবি র্যাম। এস২৫ স্মার্টফোনে কোয়ালকমের ৩এনএম (৩ ন্যানোমিটার) স্ন্যাপড্রাগন ৮ এলিট চিপসেট ব্যবহার করা হয়েছে। ব্যবহারকারীরা সর্বোচ্চ ১ টিবি পর্যন্ত স্টোরেজ ক্যাপাসিটি উপভোগ করতে পারবেন। এস২৫ আলট্রা মডেলটি’তে ব্যবহার করা হয়েছে টাইটানিয়ামের বডি।
আলট্রা মডেলটি পাওয়া যাচ্ছে টাইটানিয়াম পিংকগোল্ড, টাইটানিয়াম জেটব্ল্যাক ও টাইটানিয়াম জেডগ্রীন- এই তিনটি রঙে। বেজ মডেল ও প্লাস মডেলে থাকছে ব্লুব্ল্যাক, কোরালরেড ও পিংকগোল্ড।
গ্যালাক্সি এস২৫ সিরিজের মূল্য
এস২৫-এর মূল্য ৭৯৯ থেকে ১,২৯৯ মার্কিন ডলারের মধ্যেই। এস২৫ বেজ মডেলটির মূল্য শুরু হয়েছে ৭৯৯.৯৯ ডলার থেকে যেখানে স্টোরেজ হিসেবে থাকবে ১২৮ জিবি। তবে ২৫৬ জিবি স্টোরেজ নিলে মূল্য কিছুটা বৃদ্ধি পাবে।
এস২৫ প্লাস মডেলটি ২৫৬ জিবি স্টোরেজ এর মূল্য ৯৯৯.৯৯ ডলার। তবে ৫১২ জিবি স্টোরেজ পেতে চাইলে কিছু অতিরিক্ত অর্থ গুণতে হবে গ্রাহককে। এস২৫ আলট্রা মডেল স্টোরেজ অপশন রয়েছে তিনটি- ২৫৬ জিবি, ৫১২ জিবি ও ১ টিবি। মূল্য শুরু হয়েছে ১,২৯৯.৯৯ ডলার থেকে।
স্যামসাং ইলেক্ট্রনিক্স গ্যালাক্সি এস২৫ সিরিজের স্মার্টফোনগুলো খুব শীঘ্রই দেশের বাজারে নিয়ে আসছে। প্রযুক্তিপ্রেমীরা এ ‘স্মার্ট কম্প্যানিয়ন’- এর মাধ্যমে স্মার্টফোন ব্যবহারে সম্পূর্ণ নতুন অভিজ্ঞতা পেতে গ্যালাক্সি এস২৫ সিরিজের অগ্রিম বুকিং দিতে পারবেন। এ মাসের শেষের দিকে দেশের বাজারে গ্যালাক্সি এস২৫ আলট্রা ও গ্যালাক্সি এস২৫ প্লাসের অগ্রিম বুকিং নেয়া শুরু হবে।