উদ্যোগ

গিগাবাইট টাইটানস চ্যাম্পিয়ন সেলিব্রেশন নাইট

ক.বি.ডেস্ক: সদ্যসমাপ্ত সেলিব্রিটি চ্যাম্পিয়নস ট্রফি ক্রিকেট টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দল গিগাবাইট টাইটানস ‘গিগাবাইট টাইটানস চ্যাম্পিয়নস সেলিব্রেশন নাইট’ অনুষ্ঠানের আয়োজন করে। আয়োজনে দলটির পুরুষ ও নারী তারকাবৃন্দ, কোচিং স্টাফ এবং টিম ম্যানেজমেন্টের সদস্যরা অংশগ্রহণ করেন।

গতকাল সোমবার (২৬ মে) রাজধানীর একটি স্থানীয় রেস্তোঁরায় সেলিব্রেশন নাইটের আয়োজন করা হয়। গিগাবাইট টাইটানসের মেন্টর নির্মাতা মোস্তফা কামাল রাজ এর উদ্যোগে এবং গিগাবাইটের ব্যবস্থাপনায় আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাইদুর রহমান পাভেল, রাফসান সাবাব, জেফার, আরিফিন রুমি, ইরফান সাজ্জাদ, তানহা তাসনিয়া, মৌসুমী আহমেদ, পার্থ শেখ, নাইমা আলম মাহা, মালিহা তাহসিন, আশিক জাহিদ, তাসনিম আনিকা সহ নাটক, চলচ্চিত্র ও সংগীত জগতের এক ঝাঁক তারকা।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্বপ্নধারা স্পার্টানের মেন্টর ও নির্মাতা গিয়াসউদ্দিন সেলিম, জেভিকো কিংয়ের মেন্টর ও নির্মাতা তানিম রহমান আংশু এবং নাইটরাইডারের মেন্টর ও নির্মাতা প্রবির রায় চৌধুরী। অনুষ্ঠানে পৃষ্ঠপোষক প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন গিগাবাইটের কান্ট্রি ম্যানেজার খাজা মো. আনাস খান, স্মার্ট টেকনোলজিসের হেড অব কমিউনিকেশন মাহফুজুর রহমান মুকুল এবং গিগাবাইট প্রোডাক্ট ম্যানেজার তানজিম চৌধুরী।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *