আনুষাঙ্গিক প্রযুক্রির পণ্য

গিগাবাইট জিফোর্স আরটিএক্স ৫০৬০ সিরিজ গ্রাফিক্স কার্ড

ক.বি.ডেস্ক: গেমার, কনটেন্ট ক্রিয়েটর এবং প্রাথমিক পর্যায়ের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারকারীদের জন্য বিশ্বখ্যাত প্রযুক্তি পণ্য নির্মাতা প্রতিষ্ঠান গিগাবাইট দেশের প্রযুক্তি পণ্যের বাজারে নিয়ে এলো জিফোর্স আরটিএক্স ৫০৬০ সিরিজের গ্রাফিক্স কার্ড। গেমিং ও এআই’র নতুন যুগের সূচনা করবে গিগাবাইটের নতুন প্রজন্মের গ্রাফিক্স কার্ড সিরিজ জিফোর্স আরটিএক্স ৫০৬০ টিআই ও ৫০৬০। এনভিডিয়া’র অত্যাধুনিক ব্ল্যাকওয়েল আর্কিটেকচারে তৈরি এই গ্রাফিক্স কার্ডগুলো বাজারে পাওয়া যাচ্ছে।

গিগাবাইটের নতুন এই গ্রাফিক্স কার্ডগুলো মূলত গেমার, কনটেন্ট ক্রিয়েটর এবং প্রাথমিক পর্যায়ের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারকারীদের জন্য ডিজাইন করা হয়েছে। এতে রয়েছে নতুনভাবে উন্নত ‘উইন্ডফোর্স’ কুলিং সিস্টেম, যা দীর্ঘ সময় ব্যবহারে হাই-পারফরম্যান্স বজায় রাখতে সাহায্য করে। নতুন ‘হক ফ্যান’ ডিজাইন ব্যবহার করে এই কুলিং সিস্টেম ৫৩.৬% বেশি এয়ার প্রেসার এবং ১২.৫% বেশি এয়ার ভলিউম প্রদান করে। তাপমাত্রা নিয়ন্ত্রণে থাকছে সার্ভার গ্রেড কন্ডাকটিভ জেল, সরাসরি জিপিইউ কনট্যাক্ট কপার প্লেট ও কম্পোজিট হিট পাইপ।

গিগাবাইট বিভিন্ন ব্যবহারকারীর জন্য এই সিরিজে একাধিক মডেল এনেছে। এলিট মডেল, অরাস সিরিজের অংশ হিসেবে উন্নত কুলিং ও স্ক্রিন কুলিং সুবিধা নিয়ে এসেছে। গেমিং ও অ্যারো মডেল, হাই-পারফরম্যান্স গেমিং এবং কনটেন্ট ক্রিয়েটরের জন্য। অ্যারো মডেলটিতে রয়েছে সাদা ও রূপালি রঙের আধুনিক ডিজাইন। ঈগল আইস মডেল, অল-হোয়াইট পিসি বিল্ডের জন্য এটি। উইন্ডফোর্স মডেল, সাধারণ কালো রঙে তৈরি, যারা স্থায়িত্ব ও নির্ভরযোগ্যতা চান, তাদের জন্য এটি বেশ উপযুক্ত।

ছোট সাইজের পিসি বিল্ডের কথা মাথায় রেখে আরটিএক্স ৫০৬০ মডেলে মাত্র ১৮২ মিমি দৈর্ঘ্যের কমপ্যাক্ট সংস্করণও রাখা হয়েছে। নতুন এই গ্রাফিক্স কার্ডগুলো গেমিং এবং এআইভিত্তিক কাজের ক্ষেত্রে উন্নততর পারফরম্যান্স ও কুলিং সুবিধা দেবে। বিস্তারিত জানতে গিগাবাইট-এর অফিসিয়াল ওয়েবসাইট।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *