উদ্যোগ

গতির সীমাবদ্ধতা ছাড়াই গ্রামীণফোনে পাচ্ছেন লিমিটলেস ইন্টারনেট

ক.বি.ডেস্ক: ‘লিমিটলেস ভিডিও প্যাক’ ও ‘লিমিটলেস সোশ্যাল প্যাক’ চালু করলো গ্রামীণফোন। প্রথমবারের মতো গ্রাহকরা সীমা বা গতির সীমাবদ্ধতা ছাড়াই নির্দিষ্ট প্ল্যাটফর্মে পাচ্ছেন লিমিটলেস ইন্টারনেট ব্যবহারের সুবিধা। ইন্টারনেটের নির্দিষ্ট সীমা ছাড়াই নিরবচ্ছিন্নভাবে অনলাইন ভিডিও দেখার সুযোগ ফেসবুক, ইউটিউব, টিকটক ও অন্যান্য মাধ্যমে।

‘লিমিটলেস ভিডিও প্যাক’ এর আওতায় থাকছে নিরবিচ্ছিন্ন ও সীমাহীন ইউটিউব, টিকটক, স্ন্যাপচ্যাট ও লাইকি ব্যবহারের সুযোগ। ৩০ দিন মেয়াদী প্যাকটিতে গ্রাহকরা মাত্র ১৮৯ টাকায় ননস্টপ ভিডিও উপভোগ করতে পারবেন। ‘লিমিটলেস সোশ্যাল প্যাক’ এর আওতায় থাকছে ফেসবুক, মেসেঞ্জার, ইন্সটাগ্রাম, হোয়াটসঅ্যাপ (শুধু টেক্সট) ও ইমো ব্যবহারের সীমাহীন সুযোগ। ৩০ দিন মেয়াদী প্যাকটিতে খরচ পড়বে ২৮৯ টাকা।

সীমিত ইন্টারনেট ও স্পিড লিমিটের ভাবনা ছাড়া গ্রাহকরা উপভোগ করতে পারবেন তাদের পছন্দের সব প্ল্যাটফর্ম। সংযোগ, স্বাচ্ছন্দ্য ও অনন্য সুবিধা প্রদানের মাধ্যমে গ্রাহকদের ক্ষমতায়নে গ্রামীণফোনের সংকল্পের প্রতিফলন এই প্যাকগুলো।

মাই জিপি অ্যাপ-এর মাধ্যমে, *১২১# ডায়াল করে অথবা রিটেল টাচপয়েন্টে বা মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস ও গ্রামীণফোনের অফিসিয়াল ওয়েবসাইটের মতো ডিজিটাল চ্যানেল ব্যবহার করে নির্দিষ্ট অ্যামাউন্ট রিচার্জের মাধ্যমে আকর্ষণীয় এই প্যাকগুলো কিনতে পারবেন গ্রাহকরা। বিস্তারিত: www.grameenphone.com

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *