উদ্যোগ

‘ক্রস বর্ডার প্রাইভেসি রুলস’ শীর্ষক কর্মশালা

ক.বি.ডেস্ক: সাইবার নিরাপত্তা মাস উপলক্ষ্যে আইসিটি বিভাগের আয়োজনে এশিয়ান দেশ কর্তৃক ব্যবহৃত ‘‘ক্রস বর্ডার প্রাইভেসি রুলস’’ শীর্ষক একটি কর্মশালা গত সোমবার ( ২৪ অক্টোবর) বাংলাদেশ কমপিউটার কাউন্সিলের (বিসিসি) সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।

বিসিসি’র নির্বাহী পরিচালক রণজিত কুমারের সভাপতিত্বে অনুষ্ঠিত দিনব্যাপী কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন দুজন বিশেষজ্ঞ বেইটসি ব্রডার ও জো গেটুসো। এ কর্মশালায় আন্তর্জাতিক ব্যবসা বাণিজ্যে ডিজিটাল পদ্ধতিতে তথ্যের নিরাপদ আদান-প্রদানের ব্যবস্থাপনা ও কার্যক্রমের বিষয়ে আলোচনা হয়।

কর্মশালায় আইসিটি বিভাগ, মন্ত্রিপরিষদ বিভাগ, পররাষ্ট্র মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয়, লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ, সুরক্ষা সেবা বিভাগ ও বিটিআরসি-এর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *