সফটওয়্যার

ক্যাসপারস্কির প্রিমিয়াম সাইবার সুরক্ষায় রবি গ্রাহকেরা

ক.বি.ডেস্ক: বাংলাদেশের ডিজিটাল ব্যবস্থার দ্রুত সম্প্রসারণের সঙ্গে সঙ্গে ম্যালওয়্যার, ফিশিং, র‍্যানসমওয়্যারসহ নানা ধরনের সাইবার হুমকি বাড়ছে। এ প্রেক্ষাপটে নিরাপদ অনলাইন অভিজ্ঞতা নিশ্চিত করতে ‘ক্যাসপারস্কি প্রিমিয়াম’ সেবার মাধ্যমে রবি ও এয়ারটেল গ্রাহকরা বিশ্বমানের সাইবার সুরক্ষা উপভোগ করতে পারবেন মোবাইল ব্যালেন্স ব্যবহার করেই।

‘ক্যাসপারস্কি প্রিমিয়াম’ সেবা বিশেষত তরুণ প্রজন্মকে লক্ষ্য করে ডিজাইন করা হয়েছে। বর্তমানে যারা অনলাইন শিক্ষাদান, কনটেন্ট ক্রিয়েশন, গেমিং এবং অনলাইন উদ্যোক্তা কার্যক্রমের সঙ্গে যুক্ত, তাদের জন্য নিরাপদ সাইবার পরিবেশ নিশ্চিত করাই এই সেবার অন্যতম উদ্দেশ্য। অভিভাবকেরাও এই সেবার মাধ্যমে তাদের সন্তানদের অনলাইন ব্যবহারের বিষয়ে অধিক নিয়ন্ত্রণ ও আশ্বস্ততা পাবেন।

ক্যাসপারস্কি প্রিমিয়াম’ এখন থেকে রবি ও এয়ারটেল গ্রাহকদের জন্য ওয়েব এবং মোবাইল প্ল্যাটফর্মের মাধ্যমে সাবস্ক্রিপশন ও অ্যাক্টিভেশনের সহজ প্রক্রিয়ায় পাওয়া যাচ্ছে। বিস্তারিত: https://kaspersky.ictdistribution.net

আজ মঙ্গলবার (২৯ এপ্রিল) ঢাকার একটি স্থানীয় হোটেলে রবি আজিয়াটা, ক্যাসপারস্কি ও আইসিটি ডিস্ট্রিবিউশনের যৌথ সহযোগিতায় দেশে আনুষ্ঠানিকভাবে চালু করা হয়েছে ‘ক্যাসপারস্কি প্রিমিয়াম’ সেবা। এ সময় উপস্থিত ছিলেন রবি আজিয়াটা পিএলসি’র চিফ কমার্শিয়াল অফিসার শিহাব আহমেদ, ক্যাসপারস্কি’র হেড অব কনজিউমার চ্যানেল এপিজে চুন হং চী, আইসিটি ডিস্ট্রিবিউশন’র গ্রুপ সিইও ও চেয়ারম্যান আলি ওবায়েদ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দেশি ও আন্তর্জাতিক পর্যায়ের সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ, শিল্পপ্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তাবৃন্দ, মিডিয়া প্রতিনিধি এবং অংশীদার প্রতিষ্ঠানগুলোর উচ্চপদস্থ ব্যক্তিরা।

শিহাব আহমেদ বলেন, “এটি শুধুমাত্র একটি পণ্যের উদ্বোধন নয়, এটি আমাদের ব্যবহারকারীদের নিরাপদভাবে ডিজিটাল বিশ্ব আবিষ্কারে সহায়তা করার একটি পদক্ষেপ। রবি সবসময় নিরাপদ ও স্মার্ট কানেক্টিভিটির অগ্রদূত হিসেবে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ।”

চুন হং চী বলেন, “আমাদের এই যুগলবন্দি ইন্টারনেট ব্যবহারকারীরা যেখানেই থাকুন না কেন, তাদের সুরক্ষিত রাখার প্রতিশ্রুতির প্রতিফলন। বাংলাদেশের দ্রুত বিকাশমান ডিজিটাল পরিবেশের জন্য শক্তিশালী সুরক্ষা অপরিহার্য এবং ক্যাসপারস্কি, রবি ও আইসিটি ডিস্ট্রিবিউশনের সহায়তায় তা নিশ্চিত করতে আমরা গর্বিত।”

আলি ওবায়েদ বলেন, “ক্যাসপারস্কির মতো একটি বৈশ্বিক সাইবার সিকিউরিটি ব্র্যান্ডকে স্থানীয়ভাবে রূপান্তর করা এবং রবি ও এয়ারটেল নেটওয়ার্কের নির্বিঘ্ন বাস্তবায়ন নিশ্চিত করা আমাদের দায়িত্ব। এই যুগলবন্দি দক্ষিণ এশিয়ার মোবাইল সিকিউরিটির জন্য একটি নতুন মানদণ্ড স্থাপন করেছে।”

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *