উদ্যোগ

কৃষক ও উদ্যোক্তাদের জন্য আর্থিক সহযোগিতায় আই ফার্মার ও পদ্মা ব্যাংক

ক.বি.ডেস্ক: দেশের প্রত্যন্ত অঞ্চলে কৃষক ও কৃষি খাতসংশ্লিষ্ট উদ্যোক্তাদের জন্য আর্থিক সহযোগিতার পরিসর ত্বরান্বিত করতে সম্প্রতি চুক্তি স্বাক্ষর করেছে আই ফার্মার ও পদ্মা ব্যাংক। এটি পদ্মা ব্যাংকের সঙ্গে আই ফার্মারের নতুন এক অংশীদারিত্ব যা আই ফার্মারের কৃষকদের অর্থায়ন সুবিধাগুলো আরও সহজ করে দিবে।

আই ফার্মার কৃষিখাতের উন্নয়নে কৃষকদের উৎপাদিত পণ্য সরাসরি কিনে নেয়ার পাশাপাশি কৃষি সরঞ্জাম সম্পর্কিত সেবা প্রদান করে আসছে। অ্যাগ্রো-টেক প্রতিষ্ঠানটি দেশের এক লাখেরও বেশি নিবন্ধিত কৃষক পরিবারের সঙ্গে নিরলসভাবে কাজ করছে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আই ফার্মারের চিফ অপারেটিং অফিসার জামিল এম আকবর, মার্কেটিং অ্যান্ড এগ্রি ইনপুটের প্রধান রিয়াসাত হায়দার; পদ্মা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক তারেক রিয়াজ খান, উপ ব্যবস্থাপনা পরিচালক ড. মোহাম্মদ ইমতিয়াজ উদ্দীন, হেড অব এসএমই অ্যান্ড অ্যাগ্রিকালচার ব্যাংকিং ডিভিশন মো. রিয়াজুল ইসলাম এবং হেড অব এইচআরডি শরীফ মঈনুল হোসেন।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *