কিউএস এশিয়া র্যাঙ্কিংয়ে শীর্ষস্থানে ডিআইইউ
ক.বি.ডেস্ক: বিশ্বের বহুল পরিচিত কিউএস এশিয়া ইউনিভার্সিটি র্যাঙ্কিংয়ের ২০২৫ সালের তালিকায় শীর্ষস্থানীয় গবেষণা নির্ভর বিশ্ববিদ্যালয় হিসেবে জায়গা করে নিয়েছে বাংলাদেশের বেসরকারি বিশ্ববিদ্যালয় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ)।
এ তালিকায় ডিআইইউকে ‘খুবই উঁচ মানের গবেষণা নির্ভর বিশ্ববিদ্যালয়’ হিসেবে স্বীকৃতি দেয়ার পাশাপাশি-এশিয়ার ৯৮৪টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে ২৮০তম স্থানে রয়েছে এই ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়টির গবেষণা কাজে অবদান রাখার পাশাপাশি শিক্ষা কার্যক্রমে নেয়া পদক্ষেপগুলোর প্রতিচ্ছবি হিসেবে এই স্বীকৃতি দেয়া হয়।
গতকাল বুধবার (৬ নভেম্বর) ‘কিউএস এশিয়া ইউনিভার্সিটি র্যাঙ্কিং ২০২৫’-এর তালিকাটি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়। এ ছাড়া ডিআইইউ এ তালিকার ‘এমপ্লোয়ার রেপুটেশন’ বিভাগে ১৩১তম স্থানে অবস্থান করছে, যা এই খাতের বিভিন্ন শিল্প-প্রতিষ্ঠানের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সৃষ্টি এবং ক্রমবর্ধমান প্রভাবকে আরও ভালোভাবে ফুটিয়ে তোলে।
এ তালিকায় বাংলাদেশের বেসরকারী বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ৩য় এবং সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে ৫ম স্থানে রয়েছে ড্যাফোডিল ইন্টারন্যাশানল ইউনিভার্সিটি। আর দক্ষিন এশিয়ার তালিকায় ৬৬তম স্থানে রয়েছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি।
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষক, বর্তমান ও সাবেক শিক্ষার্থী এবং কর্মকর্তা-কর্মচারীদের নিরলস পরিশ্রম এবং শিক্ষা ও গবেষণা খাতে দূও দৃষ্টিভঙ্গীর কারণে এই অর্জন সম্ভব হয়েছে বলে বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ মনে করে। ভবিষ্যতেও শিক্ষার্থীদের বিশ্বমানের শিক্ষা ও বিভিন্ন সুযোগ প্রদানের মাধ্যমে এই অগ্রগতি বজায় রাখার জন্য প্রতিশ্রুতিবদ্ধ বিশ্ববিদ্যালয়টি।