উদ্যোগ

কর্মীদের বীমা সুরক্ষা প্রদানে মেটলাইফের সঙ্গে শাওমি’র চুক্তি

ক.বি.ডেস্ক: কর্মীদের জন্য বীমা সুবিধা নিশ্চিত করতে সম্প্রতি মেটলাইফ বাংলাদেশের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে বৈশ্বিক প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি টেকনোলজিস বাংলাদেশ প্রাইভেট লিমিটেড। এর ফলে শাওমি’র কর্মীরা গুরুতর অসুস্থতা, দুর্ঘটনা, মাতৃত্ব, অক্ষমতা ও জীবনহানির মত অপ্রত্যাশিত ক্ষেত্রে বীমা কাভারেজ সুবিধা পাবেন। ২০১০ সালে যাত্রা করা বৈশ্বিক প্রতিষ্ঠান শাওমি টেকনোলজিস বিশ্বের একশ’টিরও বেশি দেশ ও অঞ্চলে কার্যক্রম পরিচালনা করে।

বীমা দাবি নিষ্পত্তিতে ধারাবাহিক সাফল্য, কাস্টমাইজড বীমা সেবা, অত্যাধুনিক ড্যাশবোর্ড, ক্যাশলেস আউটপেশেন্ট ও অ্যাম্বুলেন্স সেবা এবং বীমাদাবির দ্রুত পেমেন্ট ও ঝামেলামুক্ত দাবি নিষ্পত্তির আর্থিক সক্ষমতার কারণে নিজেদের কর্মীদের বীমা সেবা দেয়ার ক্ষেত্রে মেটলাইফকে নির্বাচন করেছে শাওমি।

শাওমি টেকনোলজিস বাংলাদেশ প্রাইভেট লিমিটেডের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শাওমি টেকনোলজিস বাংলাদেশ এর কান্ট্রি ম্যানেজার জিয়াউদ্দিন চৌধুরী; মেটলাইফ বাংলাদেশের চিফ মার্কেটিং অফিসার নওফেল আনোয়ার এবং চিফ কর্পোরেট বিজনেস অফিসার মোহাম্মদ কামরুজ্জামান সহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *