উদ্যোগ

কক্সবাজারে টিএমজিবি’র পারিবারিক মিলনমেলা অনুষ্ঠিত

ক.বি.ডেস্ক: শীতের মনোরম আবহাওয়ায় উৎসবমুখর পর্যটন নগরী ও বিশ্বের সর্ববৃহৎ সমুদ্র সৈকত কক্সবাজারে অনুষ্ঠিত হয়েছে প্রযুক্তি সাংবাদিকদের সংগঠন টেকনোলজি মিডিয়া গিল্ড বাংলাদেশ (টিএমজিবি)- এর বার্ষিক পারিবারিক মিলনমেলা। গত ১১ থেকে ১৩ ডিসেম্বর তিন দিনব্যাপী আয়োজিত বর্ণিল ও আনন্দঘন পারিবারিক মিলন মেলায় সংগঠনটির সদস্যদের পাশাপাশি তাদের পরিবারের সদস্যরাও অংশ নেন। প্রযুক্তি ও গণমাধ্যম অঙ্গনের পেশাজীবীদের পারস্পরিক সৌহার্দ্য, সামাজিক সংযোগ এবং পারিবারিক বন্ধন আরও সুদৃঢ় করার লক্ষ্যেই এই মিলন মেলার আয়োজন করা হয়।

‘টিএমজিবি পিকনিক ২০২৫’-শীর্ষক এই আয়োজনের আনুষ্ঠানিক কার্যক্রমের সূচনা হয় গত ১১ ডিসেম্বর রাজধানী ঢাকার কমলাপুর রেলস্টেশন থেকে ‘পর্যটক এক্সপ্রেস’ ট্রেনে যাত্রার মাধ্যমে। নির্ধারিত সময় অনুযায়ী যাত্রা শুরু করা এই রেলভ্রমণ শুরু থেকেই অংশগ্রহণকারীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে। দীর্ঘ পথজুড়ে সহকর্মীদের প্রাণবন্ত আড্ডা, পারস্পরিক কুশল বিনিময় এবং পরিবারসহ সময় কাটানোর মধ্য দিয়ে যাত্রাটি অংশগ্রহণকারীদের জন্য হয়ে ওঠে আনন্দদায়ক ও স্মরণীয়।

এই আয়োজনে অংশগ্রহণকারীরা অবস্থান করেন কক্সবাজারের পাঁচ তারকা হোটেল সিগালে। সেখানে নানা বিনোদনমূলক আয়োজনের মধ্য দিয়ে সময় কাটান সদস্য ও তাদের পরিবার। হোটেলের জাকুজির উষ্ণ পানিতে শিশুদের আনন্দঘন উপস্থিতি এবং বড়দের অংশগ্রহণে গান ও আড্ডায় মুখর হয়ে ওঠে পুরো পরিবেশ। মিলনমেলার অংশ হিসেবে অংশগ্রহণকারীরা কক্সবাজারের নীল সমুদ্র ও বালিয়াড়িতে পরিবারসহ সময় কাটান। সমুদ্রস্ন্যান, সৈকতে হাঁটাচলা, বিভিন্ন রাইড উপভোগ এবং ক্যামেরায় স্মরণীয় মুহূর্ত ধরে রাখার মধ্য দিয়ে প্রাণবন্ত হয়ে ওঠে পুরো আয়োজন।

আয়োজন প্রসঙ্গে টিএমজিবি সভাপতি মোহাম্মদ কাওছার উদ্দীন বলেন, ‘‘আমরা সবসময় আমাদের সদস্য ও তাদের পরিবারের জন্য ভিন্নধর্মী আয়োজনের চেষ্টা করি। তারই ধারাবাহিকতায় এবারের বার্ষিক পারিবারিক মিলনমেলার আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও সদস্য ও তাদের পরিবারের জন্য আরও নতুন ও আকর্ষণীয় আয়োজন করার পরিকল্পনা রয়েছে। এবারের আয়োজনে পৃষ্ঠপোষকতা করা প্রতিষ্ঠানগুলোর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি, আগামীতেও টিএমজিবির কার্যক্রমে তাদের সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করছি।’’

মিলন মেলা শেষে ১৩ ডিসেম্বর দুপুরে টিএমজিবি সদস্য ও তাঁদের পরিবারবর্গ কক্সবাজার এক্সপ্রেস ট্রেনে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করেন। সুশৃঙ্খল ও আনন্দঘন ভ্রমণের মধ্য দিয়ে তিন দিনের এই পারিবারিক মিলন মেলার আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে।

এ আয়োজনকে অত্যন্ত সময়োপযোগী ও প্রশংসনীয় উদ্যোগ হিসেবে উল্লেখ করে অংশগ্রহণকারী সদস্যরা বলেন, ‘‘কর্মক্ষেত্রের বাইরে পরিবার সহ একত্রিত হওয়ার এমন আয়োজন পারস্পরিক সম্পর্ককে আরও মানবিক, সৌহার্দ্যপূর্ণ ও দৃঢ় করে তোলে। বিশ্বের সর্ববৃহৎ সমুদ্র সৈকতের মনোরম পরিবেশ, হোটেল সিগালের আরামদায়ক আবাসন এবং সুসংগঠিত আয়োজন সব মিলিয়ে টিএমজিবি আয়োজিত এই পারিবারিক মিলন মেলা সংগঠনের জন্য একটি স্মরণীয় ও সফল আয়োজন বলে তাঁরা মত প্রকাশ করেন।’’

টিএমজিবি পিকনিক ২০২৫ আয়োজনে পৃষ্ঠপোষক হিসেবে সহযোগিতা করে স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড, আইস্মার্টু টেকনোলজি বাংলাদেশ লিমিটেড, শাওমি টেকনোলজিস (বাংলাদেশ) লিমিটেড, মাস্টারকার্ড বাংলাদেশ, আম্বার আইটি লিমিটেড, হুয়াওয়ে টেকনোলজিস বাংলাদেশ লিমিটেড, ভিভো বাংলাদেশ, অপো বাংলাদেশ, এডিসন গ্রুপ, রিয়েলমি বাংলাদেশ,
ইউএস বাংলা এয়ারলাইনস, গ্লোবাল ব্র্যান্ড পিএলসি, উল্কাসেমি প্রাইভেট লিমিটেড, রাইজআপ ল্যাবস, স্টার টেক লিমিটেড, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং (বাক্কো), ফুডপ্যান্ডা বাংলাদেশ, দ্য কাউ কোম্পানি, প্রিয়শপ, স্পেকট্রাম ইঞ্জিনিয়ারিং কনসোর্টিয়াম প্রাইভেট লিমিটেড, কনসিটো পিআর, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, সিনেসিস আইটি লিমিটেড, এক্সেল টেকনোলজিস লিমিটেড, সিঙ্গুলারিটি, কোলোসিটি এবং ওয়ালটন।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *