ওয়াইফাই-মেশ কিউডি এম ৩০০০ রাউটার
ক.বি.ডেস্ক: আপনার ঘরের ওয়াইফাই রাউটার ব্যাবহারের অভিজ্ঞতাকে নতুনভাবে আপগ্রেড করার জন্য দেশের প্রযুক্তি পণ্যের বাজারে পাওয়া যাচ্ছে কিউডির মেশ সিরিজের এম ৩০০০ রাউটার। আপনার ব্যবহারের সুবিধার্থে কিউডির এই রাউটারটি ১ প্যাক, ২ প্যাক এবং ৩ প্যাকের ৩টি ভ্যারিয়েন্টে নিয়ে এসেছে গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেড।
কিউডি মেশ সিরিজ এম ৩০০০ রাউটার
রাউটারটিতে রয়েছে শক্তিশালী ওয়াইফাই ৬ এর কার্যক্ষমতার সঙ্গে রয়েছে প্রতি সেকেন্ডে ২.৫ গেগাবাইটের ইন্টারনেট পোর্ট, ৫টি এন্টেনা যা আপনাকে দিবে ঘরের প্রতিটি কোণায় ইন্টারনেট সংযোগ পৌঁছে দেবার সক্ষমতা। গেমারসদের জন্য এই রাউটারটি হতে পারে ইউসফুল, বাধাহীন এবং বাফাফেরিং মুক্ত গেমিং উপভোগ করার জন্য বেস্ট অপশন। এই মেশ রাউটারটির সব থেকে বিশেষ ফিচার হলো অন্য একটি মেশ রাউটারের সঙ্গে এটিকে খুব সহজে ঝঞ্ঝাট মুক্তভাবে পেয়ারিং করে ব্যাবহার করা যায়।
এই রাউটারটিতে ব্যাবহার করা হয়েছে ১.৩ গিগাহার্ট্জ ডুয়েল করটেক্স-এ৫৩ প্রসেসর এবং অতি দ্রুত গতির এ এক্স ৩০০০ সিরিজের ওয়াই-ফাই ৬ এর টেকনোলজি। রয়েছে ১ টি ২.৫ গিগাবাইট পার সেকেন্ডের ইথারনেট পোর্ট, একটি ১০/১০০/১০০০ মেগাবাইট পার ইউনিট ইথারনেট পোর্ট। রাউটারটি ২০/৪০/৮০/১৬০ মেগাহার্টজ ব্যান্ডউইডথকে সমর্থন করে। পাশাপাশি রাউটারটি ১০২৪কিউএম সমর্থিত। এ ছাড়াও রয়েছে আইপিভি৪/আইপিভি৬ এর ইন্টারনেট প্রোটোকল যা একটি নেটওয়ার্কে ডিভাইস সনাক্তকরণ এবং ঠিকানার জন্য ব্যবহৃত হয়।
কিউডি এম ৩০০০ একটি প্যাকের রাউটারের মাধ্যমে খুব সহজেই ১ তলা একটি ভাবনকে কভার করতে পারবেন। এ ছাড়াও ২ তলা এবং ৩ তলা কিংবা অনেক বড় কোনো স্পেসকে কভার করতে নিয়ে নিতে পারেন এই এম ৩০০০ এর ২ কিংবা ৩ প্যাকের রাউটারটি। একসঙ্গে অন্তত ২৫৬টি ডিভাইস সংযোগ করার ক্ষমতা রয়েছে কিউডি এর এই রাউটারে। এই রাউটির সিংগেল একটি ইউনিটের কভার রেঞ্জ ২৫০০ স্কয়ার ফিট। এম ৩০০০ এই রাউটারটির ডাটা ট্রান্সফার স্পিড যথাক্রমে ২৪০২ মেগাবাইট মেগাবাইট পার সেকেন্ড +৫৭৪ মেগাবাইট পার সেকেন্ড।