আনুষাঙ্গিক প্রযুক্রির পণ্য

ওয়ালটন মনিটরে তিন বছর ওয়ারেন্টি সুবিধা

ক.বি.ডেস্ক: কমপিউটারের মনিটরে ওয়ারেন্টি সুবিধা বাড়িয়েছে ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। ওয়ালটনের সিনেডি, সিনেক্সা এবং এসিসি ব্র্যান্ডের ২২ ইঞ্চি পর্যন্ত সকল মডেলের মনিটরে থাকছে তিন বছর পর্যন্ত ওয়ারেন্টি। সর্বাধুনিক বিশ্বমানের মনিটরের পাশাপাশি তিন বছরের প্যানেল ওয়ারেন্টি সুবিধাও থাকছে।

ওয়ালটনের এসিসি ব্র্যান্ডের ২১.৪৫ থেকে ২২ ইঞ্চি মনিটরের প্যানেল ও মাদারবোর্ডের যন্ত্রাংশে ৩ বছরের ওরারেন্টি সুবিধা পাওয়া যাবে। ১৬ ডিসেম্বর থেকে ক্রয় করা ২১.৪৫ থেকে ২২ ইঞ্চি মনিটরের সকল মডেলে এই সুবিধা উপভোগ করতে পারবেন ক্রেতারা।

ওয়ালটনের রয়েছে বিভিন্ন স্পেসিফিকেশন ও ফিচারযুক্ত ২৪ ইঞ্চি ও ২৭ ইঞ্চি মনিটর। ওয়ালটনের সকল মনিটরে অফার চলছে। সকল মডেলের মনিটরে অনলাইন অর্ডারে চলছে ১০% ফ্ল্যাট ডিসকাউন্ট (বিস্তারিত: https://waltondigitech.com/discount-offer)। ঘরে বসে অনলাইনে অর্ডার করে ফ্রি হোম ডেলিভারি সুবিধা রয়েছে। এক্সচেঞ্জ অফারের আওতায় ওয়ালটন প্লাজা থেকে সচল বা অচল মনিটর এক্সচেঞ্জ করে নতুন ওয়ালটন মনিটর ক্রয় করার সুবিধাও রয়েছে।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *