আনুষাঙ্গিক মোবাইল

ওয়ালটনের ওয়ালপ্যাড ১০এইচ প্রো ম্যাক্স ট্যাব

ক.বি.ডেস্ক: ওয়ালটন দেশের বাজারে নিয়ে এলো অত্যাধুনিক ট্যাবলেট পিসি ‘ওয়ালপ্যাড ১০এইচ প্রো ম্যাক্স’। স্টাইলিশ ডিজাইন ও শক্তিশালী পারফরম্যান্সের অনন্য সংমিশ্রণে তৈরি ওয়ালটনের নতুন এই ট্যাব গেমিং, মাল্টিটাস্কিং, বিনোদন, অফিসের কাজ কিংবা অনলাইন ক্লাস সব ধরনের ব্যবহারের জন্য। ডার্ক গ্রে এবং হোয়াইট সিলভার রঙের এই ট্যাবটির মূল্য ২৪,৫৫০ টাকা। সঙ্গে থাকছে কীবোর্ড এবং ফ্লিপ কভার একদম ফ্রি।

ন্যানো ম্যাটারিয়ালে তৈরি মেটালিক বডির মাত্র ৭.৮ মিলিমিটারের সুপার-স্লিম ট্যাবটিতে হেয়ারলাইন ফিনিশিং থাকছে। রয়েছে মিডিয়াটেক হেলিও জি৯৯ প্রসেসর এবং মালি-জি৫৭ এমসি২ জিপিইউ। ১০ দশমিক ৩৬ ইঞ্চি আইপিএস ডিসপ্লে এবং ফুলএইচডি রেজুলেশন। ক্যাপাসিটিভ ১০ পয়েন্ট টাচ এবং ইন-সেল ফুল ল্যামিনেশন প্রযুক্তি ব্যবহার করা হয়েছে।

ফটোগ্রাফি ও ভিডিও কলের জন্য রয়েছে ১৩ মেগাপিক্সেল অটোফোকাস ব্যাক ক্যামেরা এবং ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। এতে ৮০০০ এমএএইচ লিথিয়াম-আয়ন পলিমার ব্যাটারির সঙ্গে ১৮ ওয়াটের টাইপ-সি পিডি প্লাস ফাস্ট চার্জিং ফিচার রয়েছে। কানেক্টিভিটির জন্য রয়েছে ব্লুটুথ ৫.২, ডুয়াল ব্যান্ড ওয়াই-ফাই এবং ইউএসবি টাইপ-সি পোর্ট।

মেমোরি ও স্টোরেজের ক্ষেত্রে ব্যবহারকারীদের জন্য এতে ৮ জিবি এলপিডিডিআরফোরএক্স র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজের সঙ্গে টিএফ কার্ডের মাধ্যমে ২৫৬ জিবি পর্যন্ত এক্সপ্যান্ডেবল স্টোরেজ ব্যবহারের সুযোগ রয়েছে। ট্যাবটিতে ৪টি স্পিকার থাকায় দুর্দান্ত অডিও-ভিজ্যুয়াল এক্সপেরিয়েন্স পাওয়া যাবে।

waltondigitech.com/products/tablet/android-tab/walpad-10h-pro-max ভিজিট করে অনলাইনে সরাসরি অর্ডার করার সুবিধা উপভোগ করতে পারবেন।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *