মোবাইল স্মার্টফোন

ওয়ানপ্লাস নর্ড ৫ সিরিজে থাকছে লাইফটাইম ডিসপ্লে ওয়ারেন্টি

ক.বি.ডেস্ক: বাংলাদেশে তৈরি করা ওয়ানপ্লাস ফোনে প্রথমবারের মতো থাকছে লাইফটাইম ডিসপ্লে ওয়ারেন্টি। ফোনে ভার্টিক্যাল লাইন সমস্যার সুরক্ষা দেবে এই ওয়ারেন্টি। তবে বাইরের আঘাত, অপব্যবহার বা মানবসৃষ্ট ক্ষতি এই ওয়ারেন্টির আওতায় পড়বে না। সুবিধাটি ওয়ানপ্লাস অথরাইজড সার্ভিস সেন্টারে শর্তসাপেক্ষে দেয়া হবে ও পার্টস সরবরাহ থাকাকালীন সময় পর্যন্ত কার্যকর থাকবে।

মেইড ইন বাংলাদেশ নর্ড ৫ সিরিজের অনুমোদিত চ্যানেলের মাধ্যমে কেনা ফোনগুলোর জন্যও থাকছে লাইফটাইম ডিসপ্লে ওয়ারেন্টি। এর ফলে ভার্টিক্যাল লাইন ইস্যু ফেস করা ব্যবহারকারীরা বিশেষভাবে উপকৃত হবেন। আজ বুধবার (১৬ জুলাই) থেকে সারা দেশের অনুমোদিত ওয়ানপ্লাস আউটলেট ও অনলাইন প্ল্যাটফর্মে পাওয়া যাচ্ছে নর্ড ৫ সিরিজের ‘নর্ড ৫’ ও ‘নর্ড সিই ৫’ এই ফোন দুটি। শক্তিশালী চিপসেট, বড় ব্যাটারি ও ফ্ল্যাগশিপ ফিচারসহ ব্যবহারকারীদের জন্য নিয়ে এসেছে দুর্দান্ত পারফরম্যান্স।

ওয়ানপ্লাস নর্ড ৫
স্মার্টফোনটিতে ব্যবহার করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮এস জেন থ্রি মোবাইল প্ল্যাটফর্ম। ৪ ন্যানোমিটার প্রযুক্তির চিপসেটটির সঙ্গে রয়েছে দ্রুতগতির এলপিডিডিআর৫এক্স র‍্যাম। এই ফোনে গেম খেলা, ভিডিও দেখা কিংবা মাল্টিটাস্কিংয়ে মিলবে স্মুথ অভিজ্ঞতা। রয়েছে স্ন্যাপড্রাগন এলিট গেমিং সুবিধা, উন্নত গ্রাফিক্স প্রযুক্তি, সর্বাধুনিক কাইরো-ভেলোসিটি ভিসি কুলিং প্রযুক্তি এবং এআই নাইট পোর্টেইট প্রযুক্তি। ক্যামেরাতে থাকছে রিচ এইচডিআর, বাস্তবসম্মত আলো ও স্বাভাবিক স্কিন টোন। রয়েছে ৫০ মেগাপিক্সেল সনি এলওয়াইটি-৭০০ মেইন সেন্সর। ফোনটির মূল্য ৫৩,৯৯৯ টাকা

ওয়ানপ্লাস নর্ড সিই ৫
স্মার্টফোনটিতে রয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৮৩৫০-অ্যাপেক্স চিপসেট, যা ৪ ন্যানোমিটার টিএসএমসি প্রযুক্তিতে তৈরি। এতে রয়েছে আর্মভি৯ অক্টা-কোর প্রসেসর যার গতি সর্বোচ্চ ৩.৩৫ গিগাহার্টজ, মালি-জি৬১৫ গ্রাফিক্স প্রসেসর, এলপিডিডিআর৫এক্স র‍্যাম। ফোনটির মূল্য ৩৫,৯৯৯ টাকা।

সার্ভিস ও সাপোর্ট নিশ্চিত করতে ওয়ানপ্লাস ৩৬টি আফটার-সেলস সেন্টার গড়ে তুলেছে যার মধ্যে রয়েছে ২৪টি সার্ভিস সেন্টার ও ১২টি সার্ভিস পয়েন্ট। লাইফটাইম ডিসপ্লে ওয়ারেন্টি এরই একটি বাস্তব, চিন্তাশীল পদক্ষেপ। বিস্তারিত: www.oneplus.com/bd এ ছাড়াও, অনলাইনে পিকাবু ও গ্যাজেট অ্যান্ড গিয়ারে পাওয়া যাচ্ছে স্মার্টফোনগুলো।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *