ওয়ানপ্লাসের নর্ড ৫ সিরিজ ফোন সহ আইওটি পণ্য উন্মোচন

ক.বি.ডেস্ক: বিশ্বখ্যাত প্রযুক্তি ব্র্যান্ড ওয়ানপ্লাস বাংলাদেশে নর্ড সিরিজের দুটি নতুন ‘নর্ড ৫’ এবং ‘নর্ড সিই ৫’ স্মার্টফোন উন্মোচন করেছে। নতুন এই স্মার্টফোন দুটি ১৫ জুলাই পর্যন্ত প্রি-অর্ডার করা যাবে। প্রি-অর্ডারে থাকছে এক বছরের ডিসপ্লে রিপ্লেসমেন্ট সুযোগ এবং র্যাফেল ড্রতে একটি কিনলে আরেকটি জেতার সুযোগ অথবা প্রিমিয়াম ব্যাক কাভার। পাশাপাশি উন্মোচন করা হয় ওয়ানপ্লাসের আইওটি পণ্য ওয়াচ ৩, বাডস ৪, প্যাড ৩, প্যাড লাইট এবং ওয়্যারলেস হেডফোন।
আজ বুধবার (৯ জুলাই) ঢাকার একটি কনভেনশন সেন্টারে এক জমকালো আয়োজনের মধ্য দিয়ে প্রতিষ্ঠানটি নর্ড ৫ সিরিজের দুটি নতুন স্মার্টফোন সহ আইওটি পণ্য উন্মোচন করেছে।
ওয়ানপ্লাস নর্ড ৫
স্মার্টফোনটিতে ব্যবহার করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮এস জেন থ্রি মোবাইল প্ল্যাটফর্ম। ৪ ন্যানোমিটার প্রযুক্তির চিপসেটটির সঙ্গে রয়েছে দ্রুতগতির এলপিডিডিআর৫এক্স র্যাম। এই ফোনে গেম খেলা, ভিডিও দেখা কিংবা মাল্টিটাস্কিংয়ে মিলবে স্মুথ অভিজ্ঞতা। রয়েছে স্ন্যাপড্রাগন এলিট গেমিং সুবিধা, উন্নত গ্রাফিক্স প্রযুক্তি, সর্বাধুনিক কাইরো-ভেলোসিটি ভিসি কুলিং প্রযুক্তি এবং এআই নাইট পোর্টেইট প্রযুক্তি। ক্যামেরাতে থাকছে রিচ এইচডিআর, বাস্তবসম্মত আলো ও স্বাভাবিক স্কিন টোন। রয়েছে ৫০ মেগাপিক্সেল সনি এলওয়াইটি-৭০০ মেইন সেন্সর।
ওয়ানপ্লাস নর্ড সিই৫
স্মার্টফোনটিতে রয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৮৩৫০-অ্যাপেক্স চিপসেট, যা ৪ ন্যানোমিটার টিএসএমসি প্রযুক্তিতে তৈরি। এতে রয়েছে আর্মভি৯ অক্টা-কোর প্রসেসর যার গতি সর্বোচ্চ ৩.৩৫ গিগাহার্টজ, মালি-জি৬১৫ গ্রাফিক্স প্রসেসর, এলপিডিডিআর৫এক্স র্যাম।
বিশাল ব্যাটারি, দীর্ঘস্থায়ী শক্তি
নর্ড ৫-এ থাকছে ৬৮০০ এমএএইচের শক্তিশালী ব্যাটারি, যা একবার চার্জে দুই দিন পর্যন্ত চলতে পারে। আর নর্ড সিই৫ মডেলে রয়েছে ৭১০০ এমএএইচের ব্যাটারি এবং ৮০ ওয়াটের সুপারভুক ফাস্ট চার্জিং। ফোনটি মাত্র ৫৬ মিনিটেই সম্পূর্ণ চার্জ করা যায়। ব্যাটারি হেলথ ম্যাজিক ও বাইপাস চার্জিং প্রযুক্তির সাহায্যে ফোনগুলো স্মার্টভাবে শক্তি ব্যয় করে, তাপ কমায় এবং দীর্ঘ সময় গেমিং ও কাজের ব্যাকআপ দেয়। এতে ব্যবহারকারীরা নিশ্চিন্তে ফোন ব্যবহার করতে পারবেন।
ওয়ানপ্লাস ওয়াচ ৩
এতে ব্যবহার করা হয়েছে আধুনিক ওয়্যার ওএস ৫ অপারেটিং সিস্টেম, পাওয়ার সেভার মোডে ১৬ দিন পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে। ৬০ সেকেন্ডে স্বাস্থ্য পরীক্ষা সুবিধায় ৬টি গুরুত্বপূর্ণ শারীরিক সূচক পরিমাপ করা যায়। টাইটানিয়াম ডিজাইন ও দুটি শক্তিশালী চিপসেটের সমন্বয়ে এতে রয়েছে শতাধিক স্পোর্টস মোড, যা ব্যবহারকারীর ফিটনেস ট্র্যাকিংকে করে আরও উন্নত ও নির্ভরযোগ্য।
ওয়ানপ্লাস বাডস ৪
এতে থাকছে সর্বোচ্চ ৪৫ ঘণ্টার ব্যাটারি লাইফ। এতে কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর বাস্তব সময় ভাষান্তর সুবিধা এবং সহজ স্লাইড ইশারা নিয়ন্ত্রণ রয়েছে। এ ছাড়া, ব্লুটুথ সংযোগে স্থিতিশীলতার জন্য ব্যবহার করা হয়েছে স্টেডি কানেক্ট প্রযুক্তি এবং একই সঙ্গে দুইটি ডিভাইসের সঙ্গে সংযোগের সুবিধা দেয়া হয়েছে, যা স্মুথ ও স্মার্ট অডিও অভিজ্ঞতা নিশ্চিত করে।
ওয়ানপ্লাস প্যাড ৩
এতে দেয়া হয়েছে স্ন্যাপড্রাগন ৮ এলিট চিপসেট, ১৩.২ ইঞ্চি স্টানিং ১৫৫ হার্টজ রিফ্রেশ রেটের ৩.৪কে ডিসপ্লে। সঙ্গে রয়েছে স্টাইলো পেন ও তিনভাঁজ ফোলিও কভার, যা ব্যবহারকে আরও আরামদায়ক করে তুলে ও ডিভাইসকে সুরক্ষিত করে তোলে।
মূল্য ও কবে পাওয়া যাবে
বাংলাদেশে ওয়ানপ্লাস নর্ড ৫ এবং নর্ড সিই৫ আগামী ১৬ জুলাই থেকে অনলাইনে এবং অফলাইনে পাওয়া যাবে। মার্বেল স্যান্ড ও প্যান্টম গ্রে রঙে নর্ড ৫ (১২+৫১২জিবি) পাওয়া যাবে ৫৩,৯৯৯ টাকায় এবং মার্বেল মিস্ট ও ব্ল্যাক ইনফিনিটি রঙে নর্ড সিই ৫ (৮+২৫৬জিবি) পাওয়া যাবে ৩৫,৯৯৯ টাকায়।
ফ্রস্টেড সিলভার ও নিম্বাস গ্রে রঙে ওয়ানপ্লাস প্যাড ৩ (১২+২৫৬জিবি) ৭৩,৪৯৯ টাকা এবং স্ট্রম ব্লু রঙে (১৬+৫১২জিবি) ভ্যারিয়েন্ট ৭৮,৯৯৯ টাকায় পাওয়া যাচ্ছে। প্যাড লাইট ২৯,৪৯৯ টাকায়। ওয়ানপ্লাস ওয়ান ৩ এমারেল্ড টাইটান রঙে ৩৩,৯৯৯ টাকায় এবং ওয়ান ৪৩এমএম ব্ল্যাক ও সিলভার স্টিল রঙ্গে পাওয়া যাচ্ছে ৩০,৪৯৯ টাকায়। ওয়ানপ্লাস বার্ডস ৪ দুটি রঙে পাওয়া যাচ্ছে ৯,৯৯৯ টাকায়। সব আইওটি ডিভাইসগুলোতে পাওয়া যাবে এক বছরের ওয়ারেন্টি।