ওয়াইফাই ৭ এর যুগে পা রাখলো কিউডি রাউটার

ক.বি.ডেস্ক: ইন্টারনেটে গতির নতুন সংজ্ঞা নিয়ে এসেছে ওয়াইফাই ৭ (IEEE 802.11be) প্রযুক্তি। ওয়াইফাই ৬-এর তুলনায় অনেক দ্রুত এবং নিরবিচ্ছিন্ন সংযোগ সুবিধা প্রদান করতে সক্ষম ওয়াইফাই ৭ একযোগে একাধিক ফ্রিকোয়েন্সি ব্যান্ড ব্যবহার করে মাল্টি-লিঙ্ক অপারেশনের মাধ্যমে সর্বোচ্চ স্পিড ও স্থিতিশীলতা নিশ্চিত করে। ৪০৯৬-কিউএএম, মাল্টি-আরইউ ও পাংচারিং প্রযুক্তির সমন্বয়ে ওয়াইফাই ৭ এখন হাই-ডিমান্ড স্ট্রিমিং, গেমিং ও ভারী ডেটা ট্রান্সফারের জন্য আদর্শ সমাধান।
এই নতুন প্রযুক্তিকে গ্রাহকের ঘরে পৌঁছে দিতে কিউডি বাজারে এনেছে ‘কিউডি ডব্লিউআর১১০০০’ বিই১১০০০ ২.৫জি মেশ ওয়াইফাই ৭ রাউটার। সর্বাধুনিক ফিচারসমূহ আর শক্তিশালী হার্ডওয়্যার নিয়ে এই রাউটারটি হাই স্পিড, হাই কানেকশন এবং লো লেটেন্সির গ্যারান্টি নিয়ে বাজারে এসেছে।
কিউডি ডব্লিউআর১১০০০
রাউটারটি ৬ গিগাহার্টজ ব্যান্ড সাপোর্ট- কম ইন্টারফেরেন্স, আরও দ্রুত ডেটা স্পিড দিতে সক্ষম। ৪টি ২.৫জি পোর্ট- মাল্টি-গিগাবিট কানেকশনে নিশ্চিত করে শক্তিশালী সংযোগ। কোয়ালকম কোয়াডকোর সিপিইউ- সর্বোচ্চ পারফরম্যান্স আর স্থিতিশীলতার নিশ্চয়তা দেয়। মেশ টেকনোলজি- বাড়ির প্রতিটি কোণে সমান গতির ইন্টারনেট ছড়িয়ে দেয়। ফার্মওয়্যার আপডেট- ভবিষ্যতে আরও উন্নত মেশ ফিচার যোগ হওয়ার সম্ভাবনা রয়েছে।
ওয়াইফাই ৭ প্রযুক্তির দ্রুত গতি এবং নিরবিচ্ছিন্ন সংযোগ আজই নিশ্চিত করতে বেছে নিন কিউডি ডব্লিউআর১১০০০-বিই১১০০০ রাউটার। একাধিক ফ্রিকোয়েন্সি ব্যান্ড ব্যবহার করে বাড়ির প্রতিটি কোণায় সর্বোচ্চ স্পিড পৌঁছে দেয় এটি। এক বছরের অফিসিয়াল ওয়ারেন্টিসহ, এটি গ্লোবাল ব্র্যান্ড পিএলসি-এর ওয়েবসাইট, শাখা এবং অনুমোদিত ডিলার হাউজে পাওয়া যাচ্ছে।