সাম্প্রতিক সংবাদ

ওয়াইফাই থাকলেই কথা হবে ফোনে ‘ভিও-ওয়াইফাই’ প্রযুক্তির মাধ্যমে

ক.বি.ডেস্ক: শহরের ঘনবসতিপূর্ণ এলাকায় উঁচু ভবন কিংবা রুমের ভেতরে থেকে মোবাইলে ভয়েস কল করতে গিয়ে হরহামেশাই নেটওয়ার্ক থাকে না। অথবা কল করা গেলেও হয় কলড্রপ। শোনা যায় না কথাও। এমন প্রেক্ষাপটে গ্রাহকদের জন্য ‘ভয়েস ওভার ওয়াইফাই’ বা ‘ভিও-ওয়াইফাই’ প্রযুক্তি চালু করতে চায় মোবাইল অপারেটররা।

ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা দাতাদের নেটওয়ার্ক ব্যবহার করে চালু হবে ‘ভয়েস ওভার ওয়াইফাই’ বা ‘ভিও-ওয়াইফাই’ সেবা। সিম কার্ডের পরিবর্তে ওয়াইফাই ব্যবহার করে মোবাইল নম্বরে সরাসরি ভয়েস কল করার সুবিধা চালু করতে যাচ্ছে টেলিযোগাযোগ মন্ত্রণালয়।

এর মাধ্যমে মূলত প্রথাগত নেটওয়ার্কের পরিবর্তে ওয়াইফাই ব্যবহার করে আইপি নেটওয়ার্কের মাধ্যমে ভয়েস কল করা যাবে। স্থিতিশীল ওয়াইফাই নেটওয়ার্ক ব্যবহার করায় কমবে কলড্রপ। হোয়াটসঅ্যাপ, ম্যাসেঞ্জারের মতো এই প্রযুক্তিতে কথা বলতে গ্রাহকের শুধু ওয়াইফাই ডেটা খরচ হবে। কলের জন্য আলাদা কোনো চার্জ কাটা হবে না।

দুর্বল নেটওয়ার্ক নিয়ে গ্রাহক ভোগান্তি বিবেচনায় দ্রুত ভয়েস ওভার ওয়াইফাই সেবা চালু করা হবে বলে জানান ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব। তিনি বলেন, দুর্বল নেটওয়ার্কের কারণে গ্রাহকদের নানা সময় ভোগান্তিতে পড়তে হয়। সমস্যা সমাধানে দ্রুত ভয়েস ওভার ওয়াইফাই সেবা চালু করা হবে।

কলড্রপসহ নানা সমস্যার সমাধানে ‘ভিও-ওয়াইফাই’ প্রযুক্তি কার্যকরী ভূমিকা রাখবে। এ বিষয়ে নিয়ন্ত্রণ সংস্থার সুনির্দিষ্ট নির্দেশনা প্রয়োজন রয়েছে। নিজেদের ব্যবসায়িক স্বার্থ রক্ষা করেই ভয়েস ওভার ওয়াইফাই সেবায় যুক্ত হতে চায় ব্রডব্যান্ড ইন্টারনেট সেবাদাতারা।

ইতোমধ্যে পুরান ঢাকাসহ রাজধানীর বেশ কয়েকটি এলাকায় ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারদের (আইএসপি) নেটওয়ার্কের মাধ্যমে ‘ভিও-ওয়াইফাই’ প্রযুক্তি সেবার কার্যকারিতা পরীক্ষা করেছে মোবাইল অপারেটররা। এই প্রযুক্তির মাধ্যমে কল করলে ভয়েস কোয়ালিটি স্পষ্ট ও উচ্চমানের হয়।

বর্তমানে দেশে সাড়ে ১৮ কোটির বেশি গ্রাহককে মোবাইলে সেবা দিচ্ছে চার অপারেটর, আর ব্রডব্যান্ড সেবা দিচ্ছে প্রায় ৩০০০ আইএসপি অপারেটর।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *