সাম্প্রতিক সংবাদ

ওভারসিজ অ্যামপ্লয়মেন্ট প্ল্যাটফর্ম (ওইপি) চালু

ক.বি.ডেস্ক: বাংলাদেশ সরকার, আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) এবং সুইজারল্যান্ড সরকারের যৌথ উদ্যোগে তৈরি করা হয়েছে ওভারসিজ অ্যামপ্লয়মেন্ট প্ল্যাটফর্ম (ওইপি)। বিদেশগামী কর্মীদের নিরাপদ অভিবাসন এবং ন্যায্য নিয়োগের ক্ষেত্রে এই প্ল্যাটফর্ম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ওইপি অভিবাসন প্রক্রিয়ার প্রতিটি ধাপে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সেবা প্রদানের মান উন্নত করবে, দালালদের ভূমিকা হ্রাস করবে এবং কর্মীদের জন্য অভিবাসন ব্যয় কমাতে সহায়তা করবে।

আজ বুধবার (১৯ নভেম্বর) ঢাকায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় ওভারসিজ অ্যামপ্লয়মেন্ট প্ল্যাটফর্ম (ওইপি) চালু করেছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা ড. আসিফ নজরুল। সভাপতিত্ব করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. নেয়ামত উল্লাহ ভূঁইয়া। এ সময় উপস্থিত ছিলেন পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম, আইএলও বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ম্যাক্স টিউনন, সুইজারল্যান্ড দূতাবাসের ডেপুটি হেড অব মিশন দিপাক এলমার।

ড. আসিফ নজরুল বলেন, “আগে আগ্রহী অভিবাসীদের এসব সেবার জন্য ‘আমি প্রবাসী’ অ্যাপের মাধ্যমে টাকা দিতে হতো। সেই সেবা নিয়ে কিছু অভিযোগও আছে। নতুন প্ল্যাটফর্মে এসব সেবা বিনামূল্যে দেয়া হবে। সুষ্ঠু নিয়োগের ক্ষেত্রে ওইপি একটি গুরুত্বপূর্ণ ধাঁধা। প্ল্যাটফর্মটি ইতিমধ্যে মধ্যস্বত্বভোগীদের ভূমিকা হ্রাস করতে এবং অভিবাসন ব্যয় হ্রাস করতে সহায়তা করছে, যদিও আমরা জানি যে এখনও অনেক দূর যেতে হবে।”

সমন্বিত এই জাতীয় ডিজিটাল গেটওয়ে শ্রম অভিবাসন চক্রের মূল অংশীদার অভিবাসনে আগ্রহী কর্মী, রিক্রুটিং এজেন্সি, ব্যুরো অব ম্যান পাওয়ার, অ্যামপ্লয়মেন্ট অ্যান্ডট্রেনিং (বিএমইটি), টেকনিক্যাল ট্রেনিং সেন্টার, নিয়োগকারী প্রতিষ্ঠান, ইমিগ্রেশন কর্তৃপক্ষ এবং প্রত্যাবর্তন ও পুনর্বাসন সেবাপ্রদানকারীদের এক প্ল্যাটফর্মে সংযুক্ত করার জন্য ডিজাইন করা হয়েছে।

এসব প্রতিষ্ঠান ও সেবাকে একটি প্ল্যাটফর্মে আনার মাধ্যমে ওইপি অভিবাসন প্রক্রিয়ায় স্বচ্ছতা, জবাবদিহি ও সেবা প্রদানের মান উন্নত করতে, মধ্যস্থতাকারীদের ভূমিকা কমাতে এবং কর্মীদের অভিবাসন ব্যয় হ্রাসে অবদান রাখবে। শুধু প্রযুক্তিই অভিবাসন ব্যবস্থাপনা ঠিক করতে পারবে না। এই প্ল্যাটফর্মের আসল সাফল্য আসবে প্রতিষ্ঠান, নিয়োগকারী সংস্থা, নিয়োগকর্তা এবং অভিবাসীরা নিজেরাই কীভাবে এর সঙ্গে জড়িত হন তা থেকে। এর কার্যকারিতা সমস্ত স্টেকহোল্ডারদের দায়বদ্ধতা এবং দায়বদ্ধতার ওপর নির্ভর করবে।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *