সফটওয়্যার

এসই ল্যাবস পরীক্ষায় অসাধারণ সাফল্য অর্জন করেছে ক্যাসপারস্কি

ক.বি.ডেস্ক: সাইবার নিরাপত্তার ক্ষেত্রে আবারও শীর্ষস্থান ধরে রেখেছে সাইবার সিকিউরিটি প্রতিষ্ঠান ক্যাসপারস্কি। গত বছর, ভোক্তা, ক্ষুদ্র ব্যবসা এবং এন্টারপ্রাইজ খাতের জন্য তাদের পণ্যসমূহ এসই ল্যাবস এর পরীক্ষায় অসাধারণ সাফল্য অর্জন করেছে। বছরের চারটি অংশেই ক্যাসপারস্কি’র পণ্যগুলো শতভাগ অ্যাকুরেসি রেটিং পেয়েছে, যা তাদের শীর্ষস্থান নিশ্চিত করেছে।

ক্যাসপারস্কির পণ্যগুলো গত বছর সর্বোচ্চ টোটাল অ্যাকুরেসি রেটিং স্কোর অর্জন করেছে। ক্যাসপারস্কি প্লাস, ক্যাসপারস্কি এন্ডপয়েন্ট সিকিউরিটি ফর বিজনেস এবং ক্যাসপারস্কি স্মল অফিস সিকিউরিটি প্রথম তিন কোয়ার্টারে ১১৪০ এবং চতুর্থ কোয়ার্টারে ১১৪৪ স্কোর পেয়ে প্রত্যেক কোয়ার্টারে শীর্ষস্থান ধরে রেখেছে। কনজিউমার সেগমেন্টে অন্য একট প্রতিযোগী প্রডাক্টের সঙ্গে যৌথভাবে ক্যাসপারস্কি প্লাস সর্বোচ্চ স্থান অধিকার করেছে।

এন্টারপ্রাইজ এবং ক্ষুদ্র ব্যবসা সেগমেন্টে, কেইএসবি এবং কেএসওএস একমাত্র শীর্ষস্থানীয় ছিল, যাদের সমকক্ষ আর কোনো প্রডাক্ট ছিল না। এ ছাড়া, এসই ল্যাবস পরীক্ষায় ক্যাসপারস্কি এন্ডপয়েন্ট সিকিউরিটি ফর উইন্ডোজ আলাদাভাবে চিহ্নিত হয়েছে এবং এটি ক্যাসপারস্কির নেক্সট প্রোডাক্ট লাইনের একটি গুরুত্বপূর্ণ অংশে পরিণত হয়েছে। ক্যাসপারস্কি তাদের ধারাবাহিক সাফল্যের ওপর ভিত্তি করে ভোক্তা এবং এন্টারপ্রাইজ উভয় বাজারেই শীর্ষস্থান অধিকার করেছে, যা তাদের সুরক্ষা ও নির্ভরযোগ্যতার ক্ষেত্রে শক্তিশালী অবস্থান নিশ্চিত করেছে।

ক্যাসপারস্কি’র এশিয়া প্যাসিফিক অঞ্চলের ম্যানেজিং ডিরেক্টর অ্যাড্রিয়ান হিয়া বলেন, “সাইবার জগতের হুমকি ক্রমাগত পরিবর্তিত হচ্ছে, আর এই স্বীকৃতি নিশ্চিত করে যে, আমাদের প্রযুক্তি বিশ্বব্যাপী ইন্টারনেট ব্যবহারকারী ও ব্যবসার সুরক্ষা নিশ্চিত করতে নির্ভরযোগ্য ও সঠিক ভূমিকা পালন করছে। এই অর্জনে আমরা আমাদের গ্রাহক ও অংশীদারদের প্রতি গভীরভাবে কৃতজ্ঞ এবং একই সাথে আমরা সাইবার নিরাপত্তায় নতুন নতুন উদ্ভাবনের মাধ্যমে গুরুত্বপূর্ণ বিষয়গুলো রক্ষা করতে অঙ্গীকারবদ্ধ।”

ক্যাসপারস্কির থ্রেট রিসার্চ বিভাগের প্রধান আলেকজান্ডার লিনিসিক বলেন, “এই অর্জন থেকে প্রমাণিত হয় যে, আমাদের প্রডাক্টগুলো ব্যক্তিগত ডিভাইস থেকে শুরু করে ব্যবসা প্রতিষ্ঠানের ওপর সাইবার হুমকি থেকে সুরক্ষা নিশ্চিত করছে। আবারও নিশ্চিত করছি যে, গ্রাহক ও ব্যবসা প্রতিষ্ঠানের জন্য সেরা সাইবার সিকিউরিটি সলিউশন প্রদানের লক্ষ্যে সর্বদা কাজ করছি।”

এসই ল্যাবস-এর প্রতিষ্ঠাতা ও সিইও সাইমন এডওয়ার্ডস বলেন, “ক্যাসপারস্কি ধারাবাহিকভাবে আমাদের পরীক্ষায় শ্রেষ্ঠত্ব অর্জন করেছে। তাদের প্রডাক্টগুলো সঠিক, নির্ভরযোগ্য এবং ক্রমাগত উন্নতির মাধ্যমে সাইবার নিরাপত্তায় সর্বোচ্চ মান নিশ্চিত করেছে।”

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *