উদ্যোগ

এলিট গ্রাহকদের জন্য ‘রবি এলিট সুপার ফেস্ট ২০২৫’

ক.বি.ডেস্ক: দেশের ব্র্যান্ডগুলোকে একসঙ্গে নিয়ে রবি আজিয়াটা পিএলসি আয়োজন করেছে ‘রবি এলিট সুপার ফেস্ট ২০২৫’। রবি এলিট গ্রাহকদের জীবনযাত্রায় আরও উন্নত অভিজ্ঞতা দিতে আয়োজিত এই ফেস্টে প্রচলিত অফারের বাইরেও থাকছে প্রিমিয়াম সুবিধা, নির্বাচিত ডিল ও নানা আয়োজন, যা পাওয়া যাবে ফ্যাশন, লাইফস্টাইল, ট্রাভেল, ডাইনিং এবং ওয়েলনেসের মতো ক্যাটাগরিতে।

এ বছরের সুপার ফেস্টে লাইফস্টাইল, হসপিটালিটি, হেলথকেয়ার, অটোমোটিভ ও ফ্যাশন ক্যাটাগরিতে সর্বোচ্চ ৫০ শতাংশ পর্যন্ত ছাড় সহ দেয়া হচ্ছে নানা বিশেষ অফার। একাধিক বিশেষ সুবিধা যুক্ত হয়েছে। আগামী দুই সপ্তাহ রবি’র ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে ধারাবাহিকভাবে এসব অফার পাওয়া যাবে, যাতে এলিট সদস্যরা আরও সহজে ও সুবিধাজনকভাবে সেবা নিতে পারেন।

অনুষ্ঠানে চলমান সহযোগিতার স্বীকৃতি হিসেবে অংশীদার প্রতিষ্ঠানগুলোকে স্মারক ক্রেস্ট ও সম্মাননা উপহার প্রদান করে রবি। বিভিন্ন অংশীদার প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, যার মাধ্যমে গ্রাহকদের জন্য উন্নত অভিজ্ঞতা প্রদানের জন্য যৌথ প্রতিশ্রুতির প্রতিফলন ঘটেছে।

অনুষ্ঠানে উদ্বোধন করা হয় নতুনভাবে সাজানো রবি এলিট ডিজিটাল প্ল্যাটফর্ম। যা আরও আধুনিক, ব্যবহারবান্ধব ও স্বচ্ছন্দ ইন্টারফেসের মাধ্যমে এলিট গ্রাহকদের ডিজিটাল যাত্রাকে করবে সমৃদ্ধ। একই সঙ্গে রবি এলিট ও রবি ব্র্যান্ড টিমের যৌথ ব্র্যান্ডিং উদ্যোগের ঘোষণাও দেয়া হয়, যা ভবিষ্যতে গ্রাহকদের জন্য নির্বাচিত ও আরও উচ্চমানের অভিজ্ঞতা প্রদানের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *