এলজি পণ্যের পরিবেশক হলো আকিজ ইনফোটেক

ক.বি.ডেস্ক: বিশ্বখ্যাত প্রযুক্তি পণ্য নির্মাতা প্রতিষ্ঠান এলজি’র পণ্যসমুহ দেশের প্রযুক্তি বাজারে আকিজ ইনফোটেক-এর মাধ্যমে আনুষ্ঠানিকভাবে বাজারজাত করা হবে। নতুন এই অংশীদারিত্বের মাধ্যমে গ্রাহকরা আরও সহজে আসল এলজি’র পণ্য, উন্নত বিক্রয়োত্তর সেবা এবং প্রতিযোগিতামূলক মূল্যে পণ্য কিনতে পারবেন। ফলে গ্রাহকরা এখন নিশ্চিন্তে অফিসিয়াল ওয়ারেন্টি সহ আসল এলজি’র পণ্য ক্রয় করতে পারবেন, যা দীর্ঘস্থায়ী নির্ভরযোগ্যতার নিশ্চয়তা দেবে।
গতকাল সোমবার (২৬ মে) ঢাকার একটি স্থানীয় হোটেলে এলজি বাংলাদেশ অনুষ্ঠিত ‘রাইজ টুগেদার উইডথ এলজি’ অনুষ্ঠানে আকিজ ইনফোটেককে এলজি পণ্যের পরিবেশক হিসেবে ঘোষনা দেয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলজি বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর জেরাল্ড সুংহু চুন, হেড অব মিডিয়া (হোম সলিউশন ও জিটিএম) আশিকুল ইসলাম, হেড অব বিটুবি ডিসপ্লে সলিউশন মো. রাবিউল আউয়াল, আকিজ ইনফোটেকের প্রধান নির্বাহী কর্মকর্তা জি এম কামরুল হাসান এবং হেড অব বিজনেস অপারেশন শওকত মিল্লাত।
‘রাইজ টুগেদার উইডথ এলজি’ কেবল একটি অনুষ্ঠান ছিল না, এটি ছিল একে অপরের ওপর আস্থা রাখার, সম্ভাবনার দ্বার খুলে দেয়ার এবং একসঙ্গে এগিয়ে চলার প্রতিশ্রুতি। এলজির পথচলা সব সময়ই ছিল পার্টনারশিপের ভিত্তিতে। একসঙ্গে এগিয়ে গেলে পথ অনেক সহজ হয়। আকিজ ইনফোটেক এলজি পণ্যের পরিবেশক হওয়ার পরিপ্রেক্ষিতে আকর্ষণীয় সেলস প্রমোশন ঘোষণা করা হয়। যা দিবে সেলস পারফর্মেন্সের ভিত্তিতে সেলসের সঙ্গে যুক্ত কর্মীদের বিদেশ ভ্রমণের সুযোগ।