সাম্প্রতিক সংবাদ

এমসিএস’র ইসি নির্বাচনের প্রার্থী পরিচিতি সভা

ক.বি.ডেস্ক: মতিঝিল কমপিউটার সোসাইটি (এমসিএস)- এর ২০২৫-২৬ মেয়াদের কার্যনির্বাহী পরিষদ (ইসি)-এর নির্বাচনের প্রাক্কালে প্রার্থী পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। এবারের নির্বাচনে ভোটার হয়েছেন ৪৩৮ জন। এমসিএস ভোটাররা আগামী ২২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ইসি নির্বাচনে সাত সদস্যের নতুন কমিটি ব্যালটের মাধ্যমে ভোট দিয়ে বেছে নিবেন। এবারের নির্বাচনে ৭টি ইসি পদে ১৪ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন।

গতকাল বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) ঢাকার একটি স্থানীয় হোটেলে এমসিএস’র ২০২৫-২০২৬ মেয়াদকালের ইসি নির্বাচন প্রাক্কালে প্রতিদ্বন্দি প্রার্থীদের নিয়ে প্রার্থী পরিচিতি সভার অয়োজন করে নির্বাচন বোর্ড। প্রার্থী পরিচিতি সভার সভাপতিত্ব করেন এমসিএস’র বর্তমান সভাপতি আবুল হাসান। সঞ্চালনা করেন নির্বাচন বোর্ডের প্রধান নির্বাচন কমিশনার মো. শফিকুল ইসলাম রিপন। সভায় ১৪ জন প্রতিদ্বন্দি প্রার্থী তাদের নিজ নিজ ইশতেহার উপস্থিত ভোটার ও সদস্যদের সামনে তুলে ধরেন।

এ সময় উপস্থিত ছিলেন বিসিএস এর সাবেক পরিচালক মনিরুল ইসলাম মনি, নির্বাচন বোর্ডের সদস্যদ্বয় মো. মাহফুজুর রহমান ও মোহাম্মদ হাসান এবং অ্যাপিল বোর্ডের চেয়ারম্যান মো. মামুনুর রহমান খান; সদস্যদ্বয় এস এম জাহিদুল হাসান সোহেল ও মো. জাবেদ আহমেদ, এমসিএস’র উপদেষ্টা- রফিকুল ইসলাম, আমানুর রশিদ মুন্না, মোশাররফ হোসেন মিলন, কাজি সাফি উদ্দিন পাপন, এমসিএস’র ইসি- সহ সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক মোহাম্মদ মনির হোসাইন, সহ সাধারণ সম্পাদক মো. সাজ্জাদুল আলম, কোষাধ্যক্ষ রুকন উদ্দিন আশিক, সাংগঠনিক সম্পাদক এ কে এম হাসান মোরশেদ চৌধুরী, পরিচালক মোহাম্মদ আল মামুন সহ সহ এমসিএস’র ভোটার ও সদস্যবৃন্দ।

এমসিএস’র ইসি নির্বাচনে ১৪ প্রার্থী যারা
এআর স্মার্ট টেক বিডির আব্দুর রহিম চৌধুরি; বিএইচ কমপিউটার অ্যাক্সেসরিজের মো. আব্দুল হালিম; বাইনারি কমপিউটারের খন্দকার আমিনুল হক (লোটন); ইন্টিগ্রেট সিস্টেম অ্যান্ড সলিউশন্সের মশিউর রহমান খান (দিদার); জেএম কমপিউটার অ্যাক্সেসরিজের মো. মিজানুর রহমান; মেসার্স নাবিল বিজনেস পয়েন্টের দেলোয়ার হোসেন; মেসার্স থ্রি স্টার কমপিউটারের মো. কামরুল হোসেইন

মতিঝিল কমপিউটার সোসাইটি (এমসিএস)- এর ২০২৫-২৬ মেয়াদের কার্যনির্বাহী পরিষদ (ইসি)-এর নির্বাচনে ১৪ জন প্রতিদ্বন্দি প্রার্থী

আরই ট্রেড ইন্টারন্যাশনালের মো. সাজ্জাদ হোসেইন (রুবেল); রাজিয়া কমপিউটারের মো. কাজল; এসএইচ কমপিউটারের মো. সোহেল হাসান ভূঁইয়া; এসআর ট্রেড ইন্টারন্যাশনালের মো. গোলাম সারোয়ার আবির; স্নেহা করপোরেশনের মো. মাইনুল হোসেইন; টিমওয়ার্ক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড সলিউশনের মো. তারেক রহমান এবং ইয়াসিন কমপিউটার অ্যান্ড প্রিন্টারের মো. মোদাসসের রহমান (হাবিব)।

নির্বাচনী তফসিল
নির্বাচনি প্রচারণার শেষ সময় ২০ ফেব্রুয়ারি বৃহস্পতিবার, রাত ১২টা পর্যন্ত। নির্বাচন (ভোট প্রদান) ২২ ফেব্রুয়ারি শনিবার, বিরতিহীনভাবে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। ভোট গননা ২২ ফেব্রুয়ারি শনিবার ৫টার পর। নির্বাচনের প্রাথমিক ফলাফল ঘোষনা ২২ ফেব্রুয়ারি শনিবার।

নির্বাচনের ফলাফল বিষয়ে কোন আপত্তি থাকলে লিখিতভাবে তা দাখিলের শেষ সময় ২৩ ফেব্রুয়ারি রবিবার, সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত। নির্বাচিত ফলাফল বিষয়ে কোন আপত্তি থাকলে তার ওপর শুনানী, নিষ্পত্তি এবং চূড়ান্ত ফলাফল ঘোষনা ২৩ ফেব্রুয়ারি রবিবার, বেলা ২টা থেকে সন্ধ্যা ৫টা পর্যন্ত।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *