এমএসআই পণ্য কিনুন আর জিতুন ১০০ ডলারের স্টিম কোড!

ক.বি.ডেস্ক: বিশ্বখ্যাত প্রযুক্তি পণ্য নির্মাতা প্রতিষ্ঠান এমএসআই দেশের প্রযুক্তিপ্রেমীদের জন্য ‘কুল ডাউন, বিল্ড আপ’ সামার স্টিম ক্যাম্পেইনের আয়োজন করেছে। এমএসআই’র নির্ধারিত মাদারবোর্ড, কেস, লিকুইড কুলার আর পাওয়ার সাপ্লাই ক্রয় করে পণ্য ভেদে ক্রেতারা পেয়ে যাবেন ১০ থেকে সর্বোচ্চ ১০০ ডলারের স্টিম কোড। সীমিত সময়ের এই ক্যাম্পেইনটি চলবে আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত।
এই ক্যাম্পেইন চলাকালে আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে যারা নির্ধারিত পণ্য ক্রয় করবেন তাদেরকে স্টিম কোড পাওয়ার জন্য অবশ্যই ১৫ জুলাই থেকে ২৮ অক্টোবরের মধ্যে রিডিম করতে হবে। ক্যাম্পেইনে ক্রেতারা কোন কোন পণ্যে কত ডলারের স্টিম কোড পাবেন, কিভাবে রিডিম করবেন এবং এই ক্যাম্পেইন সম্পর্কে বিস্তারিত জানা যাবে https://msi.gm/bd-cooldown-pc এই লিঙ্কে।
এমএসআই তাদের ডিআইওয়াই পিসি বিল্ডারদের পিসি বিল্ড ইজেড ডিআইওয়াই ফিচারের মাধ্যমে আরও সহজ ও সময় সাশ্রয়ী করতে নতুন নতুন প্রযুক্তি উদ্ভাবন করছে। আপনি যদি এখন নতুন পিসি বিল্ড করতে চান বা আপগ্রেড করতে চান তাহলে এমএসআই ইজেড ডিআইওয়াই ফিচারগুলো আপনার বিল্ড প্রসেসকে করবে আরও গতিময়, সহজ ও নির্বিঘ্ন।
এমএসআই ‘কুল ডাউন, বিল্ড আপ’ সামার স্টিম ক্যাম্পেইন উপলক্ষে গেমার আর ডিআইওয়াই বিল্ডারদের সামনে উন্মোচন করেছে ‘কোরলিকিউড পি১৩ ৩৬০/ সাদা’ উচ্চ কর্মক্ষমতা সম্পন্ন লিকুইড কুলার যা আপনার প্রসেসরকে যথেষ্ট ঠান্ডা রাখতে সক্ষম।