সাম্প্রতিক সংবাদ

এনআইডি সেবায় স্বতন্ত্র ডেটা অথরিটি করতে চায় সরকার: ফয়েজ আহমদ

ক.বি.ডেস্ক: এনআইডি সেবা উন্নত করতে বর্হিবিশ্বের মতো স্বতন্ত্র ডেটা অথরিটি করতে চায় সরকার। তবে তা এখনও ধারণা পর্যায়ে রয়েছে। স্বতন্ত্র ডেটা অথরিটি না হওয়া পর্যন্ত নির্বাচন কমিশনের অধীনেই থাকবে এনআইডি। নাগরিক তথ্য কোন নির্দিষ্ট মন্ত্রণালয়ের কাছে থাকবে না।নাগরিকদের হয়রানি থেকে মুক্তি দিতে মানুষের সব তথ্যের একটি স্বাধীন ডেটা অথরিটি করা দরকার। সেখানে বিভিন্ন মন্ত্রণালয়ের তাদের প্রয়োজন অনুযায়ী তথ্য নেবে।

আজ বুধবার (১২ মার্চ) রাজধানীর আইসিটি টাওয়ারে ‘এনআইডির ওনারশিপ বিষয়ে বিশেষ সংবাদ সম্মেলন’-এ ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব এ কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন আইসিটি সচিব শিষ হায়দার চৌধুরী।

ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, “স্বতন্ত্র ডেটা অথরিটি হলে কমিশনের ভয় পাওয়ার কারণ নাই, তাদের ক্ষমতা হারাবে না, বরং বাড়বে। কার্পেটের নিচে সমস্যা না লুকিয়ে সমাধানের জন্য আমরা একটার পর বিচ্ছিন্ন দ্বীপ তৈরি না করে একটা ন্যাশনাল ডেটা অথরিটি গঠন করতে যাচ্ছি। নির্বাচন কমিশনের অধীনে থাকা সব তথ্য তাদের কাজে লাগে না। তাই আপাতত যার যার কাছে যে তথ্য আছে তা তাদের কাছেই থাকবে। পরবর্তীতে স্বতন্ত্র ডেটা অথরিটির অধীনে নেয়া হবে। এতে কেউ চাকরি হারাবে না। বরং আরও নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে।”

তিনি বলেন, “আমরা নির্বাচন কমিশনের বিষয়টা সুস্পষ্টভাবে সামনে আনলাম। কারণ নির্বাচন কমিশন থেকে কয়েকটা দাবি উত্থাপন করা হয়েছে, যার মধ্যে এনআইডি সেবা যেন নির্বাচন কমিশনের কাছ থেকে নিয়ে নেয়া না হয়। আমরা বলতে চাচ্ছি যে এখন নির্বাচন কমিশন যে ডেটাবেজ মেইনটেইন করে তারা সেটাই মেইনটেইন করবে। কিন্তু ধীরে ধীরে আমাদের একটি স্বাধীন ডেটা অথরিটির দিকে যেতে হবে, যেটা কিনা আমাদের লিগ্যাল ফ্রেমওয়ার্ক, অথেন্টিকেশন ফ্রেমওয়ার্ক, ডেটা এন্টেন্ট ফ্রেমওয়ার্কের জন্য জরুরি।”

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *