আনুষাঙ্গিক মোবাইল

এই ঈদে স্যামসাং স্মার্টফোনে মূল্যছাড়

ক.বি.ডেস্ক: আসন্ন ঈদ-উল-ফিতর উপলক্ষে আকর্ষণীয় অফার ঘোষণা করেছে স্যামসাং। এ অফারের আওতায় স্যামসাংয়ের এস সিরিজ থেকে শুরু করে এ সিরিজের বিভিন্ন স্মার্টফোন ক্রয়ে ক্রেতারা উপভোগ করবেন বিশাল মূল্যছাড়। সীমিত সময়ের জন্য চলা এই অফারের মাধ্যমে ক্রেতারা এখন স্যামসাং গ্যালাক্সি এ১৬ ফাইভজি থেকে শুরু করে স্যামসাং গ্যালাক্সি এস২৫ ফাইভজি আল্ট্রার মতো জনপ্রিয় মডেলগুলো কেনার ক্ষেত্রে ২,০০০ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ১৭,২০০ টাকা পর্যন্ত মূল্যছাড় সুবিধা পাবেন।

১৭,০০০ টাকার ছাড়ে ক্রেতারা গ্যালাক্সি এস২৫ আল্ট্রা (১২/২৫৬ জিবি) কিনতে পারবেন ২,১৯,৯৯৯ টাকায়। ১৭,২০০ টাকা মূল্যছাড়ের অফারে গ্যালাক্সি এস২৪ এফই (৮/২৫৬ জিবি) কেনা যাবে ১,১৪,৯৯৯ টাকায়। এ ছাড়া গ্যালাক্সি এ৫৫ ফাইভজি (৮/১২৮ জিবি) ৬৪,৯৯৯ টাকায় কেনা যাবে- এক্ষেত্রে ক্রেতারা ১৪,০০০ টাকা ডিসকাউন্ট পাচ্ছেন। এ৩৫ ফাইভজি (৮/১২৮ জিবি) স্মার্টফোনটি ১২,২০০ টাকা মূল্যছাড়ের ফলে পাওয়া যাচ্ছে ৪৯,৯৯৯ টাকায়।

অফারের আওতায়, গ্যালাক্সি এ১৬ ফাইভজি (৮/২৫৬ জিবি), গ্যালাক্সি এ১৬ ফাইভজি (৮/১২৮ জিবি) ও গ্যালাক্সি এ১৬ ফাইভজি (৬/১২৮ জিবি) – এই তিনটি বাজেট-ফ্রেন্ডলি স্মার্টফোন কেনার ক্ষেত্রে ক্রেতারা উপভোগ করবেন ২,০০০ টাকার মূল্যছাড়। প্রোমো মূল্যে ফোনগুলো যথাক্রমে পাওয়া যাবে ৩২,৯৯৯ টাকা, ২৭,৯৯৯ টাকা ও ২৫,৯৯৯ টাকায়।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *