উদ্যোগ

এই ঈদে টেকনো স্মার্টফোন ক্রয়ে বাইক জেতার সুযোগ

ক.বি.ডেস্ক: ঈদ মানেই আনন্দ; আর সে আনন্দ প্রিয়জনদের সঙ্গে ভাগাভাগি করলে ঈদের আনন্দ দ্বিগুণ হয়ে যায়। আর মাত্র কয়েকদিন পর এ দেশের মানুষ উদযাপন করবে মুসলিম জাহানের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান ঈদ-উল-ফিতর। ঈদ উদযাপনের এই আনন্দ বহুগুণে বাড়িয়ে তুলতে স্মার্টফোন ব্র্যান্ড টেকনো আকর্ষণীয় ঈদ অফার নিয়ে এসেছে। এই ঈদে বেশ কিছু স্মার্টফোন অবিশ্বাস্য মূল্যে পাওয়া যাবে এবং ক্রয় করলেই থাকছে আকর্ষণীয় উপহার।

টেকনো’র সাথে “ঈদের খুশি জমবে বেশি” ট্যাগলাইনে ক্যামন ৩০ (১২জিবি), ক্যামন ৩০এস, স্পার্ক ৩০ এবং স্পার্ক ৩০সি ডিভাইসগুলোর যেকোনো একটি ক্রয় করলেই পাওয়া যাবে আকর্ষনীয় উপহার। থাকছে রিভো ইলেকট্রিক বাইক, টেকনো ফ্যান্টম ভি ফোল্ড২, ফ্যান্টম ফ্লিপ অথবা নগদ সর্বোচ্চ ৩ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক জয়ের সুযোগ। এই অফারটি আগামী ৩১ মার্চ পর্যন্ত চলবে। একটি মোবাইল নম্বর দিয়ে একবারই পুরস্কার জেতা যাবে।

উপহার জেতার এই দৌড়ে অংশগ্রহণ করতে, আপনার পছন্দের স্মার্টফোনটি কিনুন এবং রিটেইল কোড সংগ্রহ করুন। এরপর, ‘TECNOIMEI1RetailCode’ (টেকনো<স্পেস<আইএমইআই১<স্পেস<রিটেইল কোড) লিখে ২৬৯৬৯ নম্বরে এসএমএস পাঠাতে হবে। এসএমএস পাঠানোর সঙ্গে সঙ্গেই ক্রেতাকে রিপ্লাই এর মাধ্যমে পুরস্কার সম্পর্কে অবহিত করা হবে। অফারটি পেতে বিক্রেতাকে এসএমএসটি দেখিয়ে উপহার বুঝে নিতে পারবেন।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *