উদ্যোগ

এই ঈদে আবারও ক্যাশব্যাক অফার নিয়ে এসেছে নগদ

ক.বি.ডেস্ক: ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে এবারও গ্রাহকদের জন্য আকর্ষণীয় ক্যাশব্যাক অফার নিয়ে এসেছে দেশের মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস নগদ। দেশের শীর্ষস্থানীয় নির্দিষ্ট লাইফস্টাইল ব্র্যান্ডগুলোতে নগদ এর মাধ্যমে পেমেন্ট করলেই গ্রাহকরা দুই দফায় ৩০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক পেতে পারেন। এ ছাড়াও নগদ ঈদের আনন্দ উপলক্ষ্যে প্রতিবছরের মতো সাড়া জাগানো কিছু উপহারের ঘোষণা চমক হিসেবে নিয়ে আসছে।

নগদ দেশের শীর্ষ ৪৯টি জামা-জুতোসহ নির্দিষ্ট লাইফস্টাইল প্রতিষ্ঠানে কেনাকাটা করে ক্যাশব্যাক পাওয়ার সুযোগ রেখেছে। নগদে পেমেন্ট করে ক্যাশব্যাক পাওয়ার এই সুযোগ থাকছে বিভিন্ন অ্যাপারেল ব্র্যান্ডের নির্দিষ্ট আউটলেটে। এর মধ্যে আছে অঞ্জন’স, আর্টিজান, জেন্টল পার্ক, ইনফিনিটি, লুবনান, রিচম্যান, কে ক্রাফট, ক্যাটস আই, গ্রামীণ চেক, টুয়েলভ ক্লদিংয়ের মতো দেশের শীর্ষ প্রতিষ্ঠান। এ ছাড়া ফুটওয়্যার প্রতিষ্ঠানের সব আউটলেটে এই ক্যাশব্যাক পাওয়া যাবে নগদ পেমেন্ট করে। যার মধ্যে অ্যাপেক্স, বে, ওরিয়ন, ক্রিসেন্ট, ভাইব্রেন্টের মতো শীর্ষ ব্র্যান্ড রয়েছে।

এসব প্রতিষ্ঠানের নির্দিষ্ট আউটলেটে ন্যূনতম ২ হাজার টাকা বা তারবেশি কেনাকাটা করলে এই ক্যাশব্যাক তাৎক্ষণিক উপভোগ করতে পারবেন গ্রাহকেরা। নগদ অ্যাপ বা ইউএসএসডি থেকে এই পেমেন্ট করা যাবে। একজন গ্রাহক প্রতি লেনদেনে সর্বোচ্চ ১৫০ টাকা ক্যাশব্যাক পাবেন। আর পুরো ক্যাম্পেইন চলা অবস্থায় দুইবারে মোট ৩০০ টাকা ক্যাশব্যাক পাবেন, ক্যাম্পেইনের শর্ত অনুযায়ী। এই ক্যাশব্যাক অফার ৩১ মার্চ পর্যন্ত চলবে।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *