এআই ফিচার সমৃদ্ধ স্যামসাংয়ের গ্যালাক্সি এস২৪ এফই
ক.বি.ডেস্ক: দেশের স্মার্টফোন বাজারে নতুন গ্যালাক্সি এস২৪ এফই নিয়ে এসেছে স্যামসাং। ডিভাইসটিতে সর্বাধুনিক এআই টুলস ও ইকোসিস্টেম কানেক্টিভিটির পাশাপাশি নান্দনিক ডিজাইন ব্যবহার করা হয়েছে। স্মার্টফোনটির অত্যাধুনিক এআই ফিচারের মাধ্যমে ব্যবহারকারীর সৃজনশীলতা, উৎপাদনশীলতা ও যোগাযোগের অভিজ্ঞতা আরও সমৃদ্ধ করবে।
গ্যালাক্সি এস২৪ এফই
স্মার্টফোনে ৫০ মেগাপিক্সেল ওয়াইড লেন্স, ৩X অপটিক্যাল জুম সহ ৮ মেগাপিক্সেল টেলিফটো লেন্স, ১২ মেগাপিক্সেল আলট্রা-ওয়াইড লেন্স ও ১০ মেগাপিক্সেল সেলফি ক্যামেরার প্রিমিয়াম ক্যামেরা সেটআপ রয়েছে। ব্যবহার করা হয়েছে প্রোভিজ্যুয়াল ইঞ্জিন; যার এআই অ্যালগরিদম নাইটোগ্রাফি, ৫০ মেগাপিক্সেল অ্যাডাপ্টিভ পিক্সেল সেন্সর ও সুপার হাই ডায়নামিক রেঞ্জের মতো ফিচার। এতে জেনারেটিভ এডিট, পোর্ট্রেইট স্টুডিও, এডিট সাজেশন ও ইনস্ট্যান্ট স্লো-মোর মাধ্যমে ইমেজ এডিট করা ও গ্যালাক্সি এআইয়ের মতো অত্যাধুনিক ফিচার ব্যবহার করা হচ্ছে।
গ্যালাক্সি এস২৪ এফই’তে এক্সিনোস ২৪০০ই চিপসেট ব্যবহার করা হয়েছে। এতে আগের জেনারশনের তুলনায় ১১ শতাংশ বড় ভেপর চেম্বার, ৪,৭০০ মিলিঅ্যাম্পিয়ারের সুবিশাল ব্যাটারি, ভিশন বুস্টার ও ১২০ হার্টজ রিফ্রেশ রেট সহ ৬.৭ ইঞ্চির অ্যাডাপ্টিভ ডায়নামিক অ্যামোলেড ২X ডিসপ্লের মতো নানা আধুনিক ফিচার ব্যবহার করা হয়েছে।
ডিভাইসটি সুরক্ষিত রাখতে স্যামসাং নক্স ব্যবহার করা হয়েছে। সঙ্গে থাকছে ৭ জেনারেশনের ওএস আপগ্রেড ও ৭ বছরের সিকিউরিটি আপগ্রেড। এতে ২৫৬ জিবি রম ও ৮ জিবি র্যাম (এলপিডিডিআর৫এক্স) এবং আইপি৬৮ ডাস্ট অ্যান্ড ওয়াটার রেজিজট্যান্ট ব্যবহার করা হয়েছে।
গ্রাফাইট ও ব্লু – এই দুইটি রঙে গ্যালাক্সি এস২৪ এফই পাওয়া যাবে। ১২,০০০ টাকার আকর্ষণীয় ক্যাশব্যাক অফারের পর গ্যালাক্সি এস২৪ এফই’র বিশেষ বাজারমূল্য ১,১৪,৯৯৯ টাকা।