মোবাইল স্মার্টফোন

এআই প্রযুক্তি সম্বলিত ফটোগ্রাফি এবং উন্নত প্রযুক্তির ‘অপো এ৫ প্রো’

ক.বি.ডেস্ক: বাংলাদেশের স্মার্টফোন বাজারে ট্রেন্ডসেটার হিসেবে এলো ডুয়েল সার্টিফাইড ও অলরাউন্ড পারফরম্যান্সের ‘অপো এ৫ প্রো’। এআই প্রযুক্তি সম্বলিত ফটোগ্রাফি এবং অধিকতর উন্নত প্রযুক্তির ক্যামেরা সিস্টেম ফটোগ্রাফির জন্য একটি আদর্শ ডিভাইস। এতে রয়েছে অত্যাধুনিক প্রযুক্তির এআই ফিচার সমূহ। যা কি না যা ছবির গুণগত মান বৃদ্ধিতে ভূমিকা রাখে।

আজ রবিবার (৯ মার্চ) ঢাকার একটি স্থানীয় কনভেনশন সেন্টারে বৈশ্বিক প্রযুক্তি ব্র্যান্ড অপো এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে দেশের বাজারে দীর্ঘস্থায়ী অলরাউন্ড পারফরম্যান্সের স্মার্টফোন ‘অপো এ৫ প্রো’ উন্মোচন করা হয়। নতুন এই স্মার্টফোনটি উন্মোচন করেন প্রোডাক্ট অ্যাম্বাসেডর ও জাতীয় ক্রিকেটার অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ এবং অপো বাংলাদেশ এর ব্যবস্থাপনা পরিচালক ডেমন ইয়াং ।

অপো এ৫ প্রো
স্মার্টফোনটি বাংলাদেশের প্রথম স্মার্টফোন যেটি আন্তর্জাতিকভাবে সার্টিফিকেশনের পাশাপাশি বুয়েট এর ‘টপ-রেটেড ওয়াটার রেজিস্ট্যান্স এবং ড্রপ টেস্ট’ অর্জন করেছে। এতে আছে আইপি৬৯, আইপি৬৮ এবং আইপি৬৬ রেটিংস। যা পানি ও ধূলা থেকে মোবাইলকে সর্বোচ্চ নিরাপত্তা দিবে। এটির ফাইবার গ্লাস লেদার ডিজাইন যেকোনো প্রতিকূল পরিবেশ- পানি, উচ্চ-চাপ এবং ধুলাবালি থেকে স্মার্টফোনকে সর্বোচ্চ নিরাপত্তা দিবে।

ফ্ল্যাগশিপ-লেভেল ওয়াটারপ্রুফিং এবং মিলিটারি গ্রেডের শক রেজিস্ট্যান্স
স্মার্টফোনের স্থায়িত্বে আছে আইপি৬৯, আইপি৬৮ এবং আইপি৬৬ এর তিন লেয়ারের নিরাপত্তা, যা কি না- ডিভাইসে পানি প্রবেশ, ধুলো জমা হওয়া এবং হাই প্রেশার স্প্রে এর মতো প্রতিকূল পরিস্থিতিতে ফোনকে নিরাপত্তা স্মার্টফোনের ডুয়েল-লেয়ার সিলিং সিস্টেম মোবাইলের গুরুত্বপূর্ণ যন্ত্রাংশের সুরক্ষা দেয়; পাশাপাশি মাইক্রোপোরাস পেট সলিউশন পানি থেকে মাইক্রোফোনকে নিরাপদ রাখে। আরও রয়েছে- মিলিটারি গ্রেডের শক রেজিস্ট্যান্স। এটি ১৪টি মিলিটারি-স্ট্যান্ডার্ড টেস্টে পরিক্ষীত, যা বৈরি পরিবেশেও স্মার্টফোনটি খাপ-খাইয়ে নিতে পারে। এই ফোনে রয়েছে ডাবল-টেম্পার্ড গ্লাস, যা কি না ১৬০ শতাংশ বেশি ড্রপ প্রটেকশন দিয়ে থাকে।

এআই প্রযুক্তি সম্বলিত ফটোগ্রাফি এবং অধিকতর উন্নত প্রযুক্তির ক্যামেরা সিস্টেম
টেকসই ডিজাইনের পাশাপাশি ফটোগ্রাফির জন্য এতে রয়েছে অত্যাধুনিক প্রযুক্তির এআই ফিচার সমূহ। রয়েছে ৫০ মেগাপিক্সেল সক্ষমতার আল্ট্রা-ক্লিয়ার মূল ক্যামেরার পাশাপাশি ২ মেগাপিক্সেল পোর্ট্রেইট ক্যামেরা ও ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। ডিভাইসটিতে ইন-বিল্ট ইমেজ অ্যালগরিদম ও পোর্ট্রেইট মোড রয়েছে; এআই পোট্রেইট ডিটেইলড ও ব্যালেন্সড ছবি উপহার দেয়। আন্ডারওয়াটার ফটোগ্রাফিও সমর্থন করে, ফলে ফটোগ্রাফিপ্রেমীরা যা পানির নিচে প্রাণবন্ত ও স্পষ্ট ছবি তুলতে পারবেন।

ঘরের বাইরে স্মার্টফোনটির ব্যবহার- আউটডোর মোড
ঘরের বাইরে পেশাজীবীদের কথা ভেবে এই ডিভাইসের ‘আউটডোর মোড’ দ্রুত নেটওয়ার্ক এক্সেসের জন্য নেটওয়ার্ক সেটিংস অপটিমাইজ করে এবং জরুরি কাজের অ্যাপগুলোর জন্য বাড়তি জায়গা বরাদ্দ করে এবং স্ক্রিন টাইমআউট বৃদ্ধি করে। এ ছাড়া স্মার্টফোনটির ইন্টারফেস ওয়াটারপ্রুফ গ্লাভস সহ বিভিন্ন গ্লাবসের সঙ্গে সঙ্গতিপূর্ণ। ফলে প্রতিকূল পরিবেশে নির্বিঘ্নে মোবাইলটি ব্যবহার করা যায়।

দীর্ঘস্থায়ী ব্যাটারি সক্ষমতা
এই স্মার্টফোন রয়েছে- ৪৫ ওয়াট সুপারভোগ স্মার্ট চার্জিং সমন্বয়ে ৫,৮০০ এমএএইচ সক্ষমতার ব্যাটারি। ফলে মাত্র ৭৬ মিনিটে ফোনটি পুরোপুরি চার্জ হয়। এটি ৩৬ ঘণ্টা কল টাইম, ১৭ ঘণ্টা ইউটিউব প্লেব্যাক ও ২৮ ঘণ্টা অডিও প্লেব্যাক নিশ্চিত করে। আরও রয়েছে ৮ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ সক্ষমতা। অপোর র‍্যাম এক্সপ্যানশন ফিচারের সমন্বয়ে এই শক্তিশালী সেটআপ র্যা মের দ্বিগুণ পারফরম্যান্স ও নির্বিঘ্ন মাল্টিটাস্কিং নিশ্চিত করে। এ ছাড়া- অপোর ট্রিনিটি ইঞ্জিন ব্যবহার করা ‘কালারওএস ১৫ লাইট’ সিস্টেমের স্ট্যাবেলিটি বা দৃঢ়তায় ভূমিকা রাখে।

প্রি-অর্ডার অফার এবং মূল্য
অপো এ৫ প্রো’ (৮ জিবি + ১২৮ জিবি) অলিভ গ্রিন ও মোকা ব্রাউন রঙে পাওয়া যাচ্ছে এবং এটির প্রি-অর্ডার মূল্য ২৩,৯৯০ টাকা। যেসব ক্রেতারা প্রি-অর্ডার করবেন তারা একটি পোর্টেবল মিনি স্পিকার এর সঙ্গে অপো সুপার শিল্ড কার্ড পাবেন, যা ২ বছরের অফিসিয়াল ওয়ারেন্টি এবং ১ বছরের লিকুয়িড এবং দুর্ঘটনাজনিত ক্ষতি বিষয়ক নিরাপত্তা নিশ্চিত করবে।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *