উদ্যোগ

এআই-নির্ভর রূপান্তর: পিআই ওয়ার্কসের সহায়তায় দক্ষতা বাড়াচ্ছে বাংলালিংক

ক.বি.ডেস্ক: বাংলালিংক এনার্জি দক্ষতা বাড়াতে ও ব্যবহারকারীর অভিজ্ঞতা সমৃদ্ধ করতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে পিআই ওয়ার্কসের প্রিডিক্টিভ এনার্জি সেভিং (পিইএস) মডিউল যা সেলফ-অর্গানাইজিং নেটওয়ার্ক (এসওএন) সমন্বিত প্রযুক্তি গ্রহণ করেছে। পিআই ওয়ার্কসের এআই সমাধানের মাধ্যমে নিজেদের ইঞ্জিনিয়ারিং (প্রকৌশল) সংশ্লিষ্ট কার্যক্রমে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), মেশিন লার্নিং (এমএল) ব্যবহার করছে বাংলালিংক। এই উদ্ভাবনী পিইএস মডিউল কম ব্যবহৃত ক্যারিয়ারগুলোকে নিষ্ক্রিয় করে এনার্জি খরচ কমাতে সাহায্য করে। এর মাধ্যমে মানবীয় ত্রুটি কমিয়ে আনার পাশাপাশি, নেটওয়ার্কের কার্যকারিতা বৃদ্ধি করে বাংলালিংক।

এআই-চালিত পদ্ধতি বাংলালিংকের এআই ১৪৪০ কৌশলের অংশ; যার লক্ষ্য প্রতিদিনের ১৪৪০ মিনিট সবচেয়ে ভালোভাবে কাজে লাগানো। বাংলালিংক অপারেশনাল দক্ষতা বাড়াতে, খরচ কমাতে ও পরিবেশের ওপর প্রভাব কমিয়ে আনতে কৃত্রিম বুদ্ধিমত্তার সম্ভাবনাকে ব্যবহার করছে। একইসঙ্গে, এটি গ্রাহকদের জন্য নিরবচ্ছিন্ন ও সমৃদ্ধ অভিজ্ঞতা নিশ্চিত করছে। এআই ও এমএল-সমৃদ্ধ স্বয়ংক্রিয় এই ইঞ্জিনটি মানুষের হস্তক্ষেপ ছাড়াই সিদ্ধান্ত বাস্তবায়ন করার ক্ষেত্রে সুবিশাল পরিমাণ ডেটা সংগ্রহ, প্রক্রিয়া ও বিশ্লেষণ করতে পারে। যা একদম সঠিক সময়ে যথাযথ ও মানসম্মত সেবা নিশ্চিত করতে সহায়ক ভূমিকা পালন করে।

সমাধান প্রদানকারী ইকোসিস্টেমে পিআই ওয়ার্কস বৈশ্বিকভাবে সমাদৃত। ভিন্ন ভিন্ন প্রতিষ্ঠানের সুনির্দিষ্ট চাহিদার ওপর ভিত্তি করে বিস্তৃত অভিজ্ঞতা এবং বিভিন্ন রকম বাজারের উপযোগী কাস্টমাইজড সমাধান নিশ্চিত করে প্রতিষ্ঠানটি। কম ব্যবহার সময়ে স্বল্প ব্যবহৃত ক্যারিয়ারগুলোকে নিষ্ক্রিয় করে জ্বালানি ব্যবহার ও কার্বন নিঃসরণ কমিয়ে আনার উদ্যোগ নিয়েছে বাংলালিংক।

২০২৪ সালের মে মাসে বাস্তবায়নের পর থেকে, বাংলালিংক সফলভাবে এর সাড়ে ১৫ হাজার বেজ স্টেশনে এসওএন সমাধান ব্যবহার করছে এবং কোটি কোটি ডেটা পয়েন্ট থেকে প্রক্রিয়াজাত করে বুদ্ধিদীপ্ত সিদ্ধান্ত বাস্তবায়ন করছে। এই পদ্ধতি প্রয়োগ করার ফলে নেটওয়ার্ক পারফরম্যান্সে কোনো ধরনের প্রভাব পড়া ছাড়াই সেবার মান উল্লেখযোগ্য হারে উন্নত হয়েছে; পাশাপাশি, জ্বালানি ব্যবহারও কমে এসেছে। এতে করে অ্যাপ্লিকেবল সেলের ক্ষেত্রে ১৫ শতাংশ পর্যন্ত পারফরম্যান্স উন্নত করেছে বাংলালিংক; একইসঙ্গে, নেটওয়ার্ক স্কেলে জ্বালানির ব্যবহার ৩ শতাংশ পর্যন্ত কমিয়ে এনেছে।

এ প্রসঙ্গে বাংলালিংকের চিফ টেকনোলজি অ্যান্ড ইনফরমেশন অফিসার হুসেইন তুর্কার বলেন, “ পিআই ওয়ার্কসের এআই-সক্ষম সেলফ-অর্গানাইজড নেটওয়ার্ক টুলগুলোর সাহায্যে আমরা নেটওয়ার্ক ম্যানেজমেন্ট সহজ করেছি এবং বিভিন্ন ক্ষেত্রে অপারেশনাল দক্ষতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করেছি। এই উদ্যোগ অপারেশনাল খরচ কমাতে ও বাংলালিংকের নেটওয়ার্ক প্রোমোটার স্কোর বাড়াতে সাহায্য করেছে। আগামী দিনে আমরা নতুন উদ্ভাবনী ক্ষেত্র প্রস্তুত করা, গ্রাহকদের অনবদ্য সেবা প্রদান করা এবং সবুজ ভবিষ্যতের জন্য টেকসই প্রবৃদ্ধি নিশ্চিত করতে চাই।”

পিআই ওয়ার্কসের সিইও ও সহ-প্রতিষ্ঠাতা বাসার আকপিনার বলেন, “ আমাদের সমাধান কেবল নেটওয়ার্কের দক্ষতা বৃদ্ধি করবে না; পাশাপাশি, কার্বন নিঃসরণ কমাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, যা বাংলাদেশের জন্য টেকসই আগামী গড়ে তোলার ক্ষেত্রে বাংলালিংকের কৌশলের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *