এআইইউবি-কে হারিয়ে পিএমসিসি চ্যাম্পিয়ন শান্ত-মারিয়াম

ক.বি.ডেস্ক: তরুণদের উদ্দীপনা, প্রযুক্তিনির্ভর ভবিষ্যৎ এবং ইস্পোর্টস সংস্কৃতির বিকাশকে সামনে রেখে দেশে প্রথমবারের মতো আয়োজন করা হলো ‘পাবজি মোবাইল ক্যাম্পাস ক্লাব (পিএমসিসি) ল্যান চ্যাম্পিয়নশিপ’। স্মার্টফোন ব্র্যান্ড ইনফিনিক্সের আয়োজনে অনুষ্ঠিত এই প্রতিযোগিতা বিশ্ববিদ্যালয় পর্যায়ের সবচেয়ে বড় গেমিং আয়োজন। সারা দেশের ১০০টিরও বেশি বিশ্ববিদ্যালয় থেকে অংশ নেয় ৬০০টিরও বেশি দল। অনলাইন রাউন্ডের বাছাই শেষে চূড়ান্ত পর্বে জায়গা করে নেয় শীর্ষ ১৬টি দল। পিএমসিসি ল্যান চ্যাম্পিয়নশিপ কেবল একটি প্রতিযোগিতাই ছিল না, এটি পরিণত হয় এক দিনব্যাপী গেমিং-সংস্কৃতির উৎসবে।
গত সোমবার (৪ আগস্ট) ঢাকার ব্র্যাক বিশ্ববিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয় চূড়ান্ত পর্বের ফাইনাল। ঘণ্টার পর ঘণ্টা চলে কৌশল, মেধা ও সাহসের লড়াই। জমকালো এই ফাইনালে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি) কে হারিয়ে চ্যাম্পিয়ন হয় শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজির ‘পিএক্স ইস্পোর্টস’ দল। দলটি একযোগে জিতে নেয় ২০২৫ সালের ‘পিএমসিসি ক্যাম্পাস ক্লাব চ্যাম্পিয়ন’ এবং ‘ইউনিভার্সিটি ক্ল্যাশ চ্যাম্পিয়ন’ শিরোপা।
বিজয়ী দলের হাতে ট্রফি এবং উভয় দলের হাতে ইনফিনিক্স স্মার্টফোন ও প্রিমিয়াম গেমিং গিয়ার তুলে দেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. ডেভিড ডাউল্যান্ড এবং ইনফিনিক্স বাংলাদেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
ইনফিনিক্সের পিএমসিসি উদ্যোগ দেশের বিশ্ববিদ্যালয় পর্যায়ে গেমিংকে একটি সম্ভাবনাময় ক্যারিয়ার, কমিউনিটি গঠন ও সৃজনশীলতার ক্ষেত্র হিসেবে তুলে ধরেছে। প্রযুক্তি, উদ্ভাবন ও অনুপ্রেরণার মাধ্যমে বাংলাদেশের তরুণদের পাশে থাকার দীর্ঘমেয়াদি প্রতিশ্রুতি নিয়ে এগোচ্ছে ইনফিনিক্স। এই ল্যান চ্যাম্পিয়নশিপ ছিল বাংলাদেশে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের জন্য ইনফিনিক্সের প্রথম বড় পরিসরের গেমিং আয়োজন।